সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– আসানসোল পুরনিগম শহরের জিটি রোড লাগোয়া বস্তিন বাজার সংলগ্ন এলাকায় একটি পার্কিং জোন তৈরির পরিকল্পনা নিয়েছে । বহুতল এই পার্কিং জোনটি বর্তমানে নির্মীয়মাণ অবস্থায় রয়েছে। যদিও তৃণমূল শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে নির্মীয়মাণ পার্কিং জোন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডের গাড়ি চালকেরা এই কাজে বাধার সৃষ্টি করেছে। কারণ পার্কিং জোনের জন্য পুরনিগম কর্তৃপক্ষ ট্যাক্সি স্টান্ডের জায়গাটি অধিগ্রহনের পরিকল্পনা নিয়েছে। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ঘটনায় ক্ষুব্ধ ওই স্ট্যান্ডের গাড়ি চালকেরা । তাদের আশঙ্কা, পুরনিগমের এই পরিকল্পনায় তাদের রুটি রোজগার চলে যাবে।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিয়ে কথা বলতে ট্যাক্সি চালকেরা তৃণমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে আসানসোল পুরনিগমে মেয়র বিধান উপাধ্যায়ের কাছে দরবার করেন। ট্যাক্সি চালকদের হয়ে রাজু আলুওয়ালিয়া মেয়রকে বলেন, “৩০ বছরের বেশি সময় ধরে এই ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। এরজন্য সেই সময়ে রাজ্য সরকার তাদেরকে অনুমতি দিয়েছিলো। এখন কি করে পুরনিগম তাদেরকে উচ্ছেদ করতে পারে?” পাশাপাশি তিনি দাবি জানান, আগে বিকল্প জায়গার ব্যবস্থা করতে হবে, তারপরই তারা নির্মীয়মাণ পার্কিং জোনের কাজ সম্পূর্ণ করতে দেবেন।
অন্যদিকে এই বার্তালাপের সময় রাজু আলুওয়ালিয়া এক পুর ইঞ্জিনিয়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং মেয়র ও পুরনিগমের আইনী পরামর্শদাতা রবিউল ইসলামের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিন অবশ্য মেয়র ট্যাক্সি চালকদের আশ্বস্ত করে জানিয়ে দেন, কারোর রুটি রোজগার বন্ধ করা হবেনা। বিকল্প ব্যবস্থা করার পরই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে।