eaibanglai
Homeএই বাংলায়'ডুব সাগরে কল্পলোক' থিমে ফুটে উঠছে সমুদ্রতলের ছবি

‘ডুব সাগরে কল্পলোক’ থিমে ফুটে উঠছে সমুদ্রতলের ছবি

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- ৭৫ বছরে প্ল্যাটিনাম জয়ন্তীতে বাঁকুড়ার রবীন্দ্র সরণী সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবারের পুজোয় চমক দিতে চলছে তাদের থিমে। প্ল্যাটিনাম জয়ন্তীতে তাদের অভিনব থিম ‘ডুব সাগরে কল্পলোক’। এই থিমের মাধ্যমে মণ্ডপ সেজে উঠছে সমুদ্র তলের জীব বৈচিত্র নিয়ে। পুজো কর্তৃপক্ষের দাবি মণ্ডপে ঢুকলে মনে হবে সমুদ্রের অতল জলের কল্পলোকের রাজ্যে পৌঁছে গেছি। দুর্গোৎসব কমিটির সহ সম্পাদক অনির্বাণ গরাই এই থিম ভাবনা নিয়ে বলেন, ” এই থিমের মাধ্যমে সমুদ্রে বসবাসকারী জীবজগৎ সম্পর্কে আগত দর্শণার্থীদের একটা ধারণা তৈরির চেষ্টা করা হয়েছে।” সমগ্র মণ্ডপটি তৈরি হচ্ছে বাঁশ সহ বিভিন্ন পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে। আর সমুদ্র তলের এই কল্পলোকের রাজ্য গড়ে তুলতে দিন রাত এক করে কাজ করছেন দক্ষিণ ২৪ পরগণা থেকে আসা একদল শিল্পী।

প্রসঙ্গত জেলা শহরের এই পুজো মণ্ডপ ঘিরে প্রতিবছর দর্শণার্থীদের একটা আলাদা উন্মাদনা থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না। এবার ২৫ লক্ষ টাকা বাজেটে তৈরি হচ্ছে অভিনব থিমের মণ্ডপ, জানালেন পুজো উদ্যাক্তারা। অন্যদিকে ৭৫ বছরে বাঁকুড়ার রবীন্দ্র সরণী সর্বজনীন দুর্গোৎসব কমিটি “ভালোবাসার ৭ এ ,৫ এ গৌরবের ৭৫ এ আমরা” স্লোগানকে সামনে রেখে তাদের দুর্গোৎস পালন করতে চলেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments