eaibanglai
Homeএই বাংলায়সাতটি শ্রমিক সংগঠনের আন্দোলন ঘিরে ধুন্ধুমার কাণ্ড ডিএসপি কারখানায়

সাতটি শ্রমিক সংগঠনের আন্দোলন ঘিরে ধুন্ধুমার কাণ্ড ডিএসপি কারখানায়

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সাতটি শ্রমিক সংগঠনের একযোগে আন্দোলন ঘিরে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুর ইস্পাত কাখানায়। ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। এদিন ন্যায্য অধিকারের দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে একযোগে আন্দোলনে সামিল হয় তৃণমূল, সিপিএম, কংগ্রেস সহ সাতটি শ্রমিক সংগঠন। অভিযোগ আন্দোলন শেষে কারখানায় কাজে যোগ দিতে গেলে শ্রমিক সংগঠনের কর্মীদের কারখানার ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী। এই নিয়ে শিল্প নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সাথে শ্রমিক সংগঠনের নেতৃত্বদের বচসা শুরু হয়ে যায় যা ক্রমশ ধস্তাধস্তিতে পৌঁছয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় ইস্পাত কারখানার গেটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় সিআইএসএফের বিশাল বাহিনী। এরপর শ্রমিক সংগঠনের নেতৃত্বদের উপর শিল্প নিরাপত্তা বাহিনীর জওয়ানদের হামলার অভিযোগ তুলে সরব হয় কংগ্রেস, সিপিআইএম তৃণমূল সহ সাতটি শ্রমিক সংগঠনের জেলা নেতৃত্বরা। কারখানা কর্তৃপক্ষেক সঙ্গে দেখা করে অভিযোগ জানানোর দাবি জানান শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। তাঁরা সাফ জানিয়ে দেন যতক্ষণ না পর্যন্ত ইস্পাত কারখানা কর্তৃপক্ষ তাদের সাথে দেখা করছেন ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন জারি রাখবেন। অন্যদিকে এদিনের বিক্ষোভ আন্দোলনের জেরে ইস্পাত কারখানার দুটি গেটই কার্যত স্তব্ধ হয়ে যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments