সংবাদদাতা, বাঁকুড়াঃ– বাজারে সবজি বিক্রি করতে যাওয়ার পথে এক কৃষককে পিষে দিল গাড়ি। সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে। মৃত কৃষকের নাম গৌতম সিংহ, বয়স ৪৮ বছর। তিনি বাঁকুড়া শহর সংলগ্ন কুড়ারিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
ঘটনা সূত্রে জানা যায় এদিন ভোরে প্রতিদিনের মতো মাঠ থেকে সবজি তুলে সাইকেলে করে সেই সবজি বাঁকুড়া শহরের বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন গৌতম সিংহ। বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে বিকনা কর্মতীর্থের কাছে একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এরপর ওই গাড়ির চাকায় তার মাথা ও পা পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরই ঘাতক গাড়িটি চম্পট দেয়। ঘটনার সময় কাছাকাছি কেউ না থাকায় গাড়িটি চিহ্নিত করা যায়নি। পরে স্থানীয়রা রাস্তার উপর গৌতম সিংহর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে বাঁকুড়া সদর থানায় খবর দেন। খবর দেওয়ার প্রায় ৪৫ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। মৃতদেহ রাস্তায় ফেলে শুরু হয় পথ অবরোধ। এলাকাবাসীর দাবী একদিকে রাস্তার বেহাল দশা অন্যদিকে পুলিশের নজরদারীর অভাবে রাজ্য সড়ক দিয়ে বেপরোয়া গতিতে যানবাহন যাতায়াত করে। যার জেরে বার বার দুর্ঘটনা ঘটে চলেছে। বিষয়টি নিয়ে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান তারা।