eaibanglai
Homeএই বাংলায়ঘর ভাড়া নিয়ে বসবাস দুষ্কৃতী দলের, ধৃত দুই, উদ্ধার আগ্নেয়াস্ত্র

ঘর ভাড়া নিয়ে বসবাস দুষ্কৃতী দলের, ধৃত দুই, উদ্ধার আগ্নেয়াস্ত্র

সংবাদদাতা,আসানসোলঃ- পুজোর আগে অপরাধ দমনে বড়সড় সাফল্য পেল আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণ ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে একটি ভাড়া বাড়িতে হানা দিয়ে দুই দাগী আসামীকে গ্রেপ্তার করলো পুলিশ। জানা গেছে ভিন রাজ্য থেকে এসে রূপনারায়নপুরে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করছিল কয়েক জনের এক দুষ্কৃতীর দল। যদিও এই দলের মূল পাণ্ডা পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে যায়। তার খোঁজে শুরু হয়েছে জোরদার তল্লাশি।

এদিন ধৃতদের কাছ থেকে একটি দেশি বন্ধুক ও একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। এছাড়া উদ্ধার হয় প্রচুর পরিমাণে রেঞ্জ,বড় ওজন মেশিন,ট্যান্সার ব্লেট সহ আরো অনেক জিনিস পত্র। পুলিশের দাবি সম্প্রীতি রূপনারায়ণপুর রেলগেট সংলগ্ন পিঠাকেয়ারী রোডে প্রাচীন শিব মন্দিরের গ্রিল কেটে চুরি চেষ্টা করেছিল এই দুষ্কৃতীরা। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এনটিপিসি রোডে এক বাড়িতে বেশ কিছু যুবকের আনাগোনা রয়েছে এবং সেখানেই ঘর ভাড়া নিয়ে থাকছে জামতারার মিহিজামের বাসিন্দা কুখ্যাত দুষ্কৃতী অভয় শর্মা এবং তার দলবল। এরপরই রূপনারায়াণপুর ফাঁড়ির আধিকারিক মইনুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে হানা দেয় এবং বিশ্বজিৎ চক্রবর্তী(২৩) ও জয়ন্ত ধীবর(১৮) নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। দুজনেই ঝাড়খণ্ডের জামতড়া জেলার বাসিন্দা। যদিও দলের মূল পাণ্ডা অভয় শর্মা পুলিশের নজর এড়িয়ে চম্পট দেয়। পুলিশ সূত্রে জানা গেছে দুষ্কৃতীদের এই দলটি রূপনারায়াণপুর চিত্তরঞ্জন এলাকায় বিভিন্ন চুরি এবং ছিনতাইয়ের সঙ্গে যুক্ত।

ধৃত দুজন দুষ্কৃতীকে আসানসোল আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে এই দুষ্কৃতী দলটিতে প্রায় ১০ জন সদস্য রয়েছে। ধৃতদের হেফাজতে নিয়ে দলের অন্য সদস্যদের খোঁজ শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments