জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,আউসগ্রামঃ- সরকারি চাকুরী – বদলি বাধ্যতামূলক। সেই বদলি কখনো রুটিন মাফিক, কখনো বা প্রয়োজন অনুযায়ী। সামনে লোকসভা নির্বাচন। নাগরিক বা পুলিশ প্রশাসনের কোনো আধিকারিক একই জায়গায় যদি একটানা তিন বছর বা তার কাছাকাছি সময় ধরে কর্মরত থাকেন নিয়ম মেনে নতুন জায়গা চেনার সুবিধার্থে নির্বাচনের কিছুদিন আগেই তাদের বদলি করা হয়।
প্রায় তিন বছর ধরে পূর্ব বর্ধমানের আউসগ্রাম -১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসাবে দক্ষতার সঙ্গে দায়িত্বভার পালন করেছেন অরিন্দম মুখোপাধ্যায়। গত ১৭ ই অক্টোবর এক সরকারি আদেশনামায় রাজ্যের বিভিন্ন ব্লকের আরও ৩৬৯ জন সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে অরিন্দম বাবুর বদলির নির্দেশ আসে। নির্দশ মেনে ৩১ শে অক্টোবর তিনি বিদায় নেন। তার বদলে নতুন সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন সেখ কামরুল ইসলাম (ব্যাচ ২০১৬)।
অরিন্দম বাবুর বিদায়ের সময় বেশ কয়েকজন স্থানীয় সমাজসেবী তার হাতে পুষ্পস্তবক তুলে দেন এবং নতুন কর্মস্থলে তার সফলতা কামনা করেন। নতুন আধিকারিককেও তারা শুভেচ্ছা জানান।
কামরুল সাহেবকে শুভেচ্ছা জানিয়ে অরিন্দম বাবু বললেন – বদলির চাকুরী। মন না চাইলেও যেতে হবে। এলাকাবাসীর সঙ্গে যেভাবে সুসম্পর্ক গড়ে উঠেছিল তাতে তো মন একটু খারাপ করবেই। তিনি উ