নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শনিবার দুর্গাপুর ১ নম্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান অনুষ্ঠিত হল। স্টিল টাউনশিপের স্টীল মার্কেটের শেলী ঘোষ স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ নেতা সুদেব রায়, তপন সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক পামলু মজুমদার, জেলা মহিলা সভানেত্রী মেঘনা মান্না, দুর্গাপুর ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি রবীন গাঙ্গুলী, ২ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি সৌমেন বাউরী, ৩ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি অশোক শাসমল, আইএনটিইউসি নেতা রজত দিক্ষিত সহ ব্লক কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দরা।






