মনোজ সিংহ, দুর্গাপুরঃ– গত শুক্রবার ৩ রা নভেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী অল ইন্ডিয়া ইন্টার এন আই টি ফুটবল ও পাওয়ার স্পোর্টস ২০২৩-২০২৪ টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠান, অনুষ্ঠিত হল আজ দুর্গাপুর এন আই টি কলেজ ক্যাম্পাসের প্রেক্ষাগৃহে। আজ থেকে আট বছর আগে এই ধরনের একটি টুর্নামেন্টের আয়োজন হয়েছিল দুর্গাপুর এনআইটি কলেজ ক্যাম্পাসে । সম্ভবতই আট বছর পরে আবার এহেন টুর্নামেন্ট দুর্গাপুরে আবার হওয়ার ফলে উল্লসিত দুর্গাপুর এন আই টির সকল ছাত্র-ছাত্রী ও কর্মীবৃন্দরা। আজকের এই সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার। তার পাশাপাশি, বোর্ড অফ গভর্নরসের পরিচালক ও চেয়ারপার্সন ইনচার্জ, অধ্যাপক অরবিন্দ চৌবে, রেজিস্ট্রার-অধ্যাপক নির্মল কুমার রায়, ডিন (ছাত্র কল্যাণ) অধ্যাপক- রজত মহাপাত্র, এবং ডঃ চিরাগ ভগহেল সহ বিশিষ্ট ব্যক্তিদের একটি প্যানেল উপস্থিত ছিলেন। এনআইটি সুরাটের এসএএস অফিসার এবং পর্যবেক্ষক, কার্যক্রমটি পর্যবেক্ষণ করেন। এদিনের সমাপ্তি অনুষ্ঠানে ঐক্য এবং অনুপ্রেরণার একটি মিশ্রণ ছিল, প্রতিটি উপাদান সাবধানতার সাথে এই মহৎ অনুষ্ঠানটি চিহ্নিত করার জন্য সাজানো হয়েছিল।

এদিনের সমাপ্তি অনুষ্ঠানের শুরু হয়েছিল এনআইটি দুর্গাপুরের ডান্স ক্লাবের একটি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনের মাধ্যমে। এর পরে, প্রদীপ প্রজ্জ্বলন ও ভারতীয় ক্রীড়াগুলির জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের কামনা করা হয়। সকল গণ্যমান্য ব্যক্তিদের উষ্ণভাবে স্বাগত জানানো হয়। অধ্যাপক নির্মল কুমার রায় এবং অধ্যাপক অরবিন্দ চৌবে বলেন, শিক্ষা এবং চরিত্রের বিকাশে খেলাধুলার মুখ্য ভূমিকা পালন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার বলেন, “আজকের এই সন্ধ্যাটি তার কাছে এক অসাধারণ মুহূর্ত। উপস্থিত সকল ক্রীড়াবিদদের তাদের অসাধারণ পারফরমেন্সের প্রশংসা করেন। এই সাফল্যের পিছনে সহযোগিতামূলক প্রচেষ্টা ও সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। এই অনুষ্ঠানটি শুধুমাত্র খেলাধুলার উদযাপনই নয়, এনআইটি সম্প্রদায়ের মধ্যে একতা ও ক্রীড়াঙ্গনের চেতনার প্রমাণ দেশপ্রেম ও গর্ববোধ ছিল যা এনআইটি দুর্গাপুরের ইতিহাসে নিজেকে যুক্ত করল।” এদিনের সমাপ্তি অনুষ্ঠানে সকলের অবদানের স্বীকৃতি ও পুরস্কার বিতরণের পর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সন্ধ্যার সমাপ্তি ঘটে।







