সংবাদদাতা,আসানসোলঃ- রাজ্যে নিয়োগ কেলেঙ্কারি থেকে কয়লা কেলেঙ্কারি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডাক পড়েছে তাঁর পরিবারের সদস্যদেরও। এবার কায়লা কাণ্ড নিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষের সুর শোনা গেল রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। শুক্রবার আসানসোলের বারাবনি বিধানসভার নুনী এলাকায় একটি কালী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর সেখান থেকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কটাক্ষের সুরে তিনি বলেন, “কার বৌ এর সিঙ্গাপুরের একাউন্টে আসানসোলের টাকা ঢুকতো?”
এছাড়াও পলতা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, “ওখানে ভোট লুঠ হয়েছে। তৃণমূল উপনির্বাচনগুলিতে ভোট লুঠ করছে। তবে প্রকৃত ভোট হবে ২০২৪-এ। এখনো পর্যন্ত বালু পার্থ কেষ্ট গেছে। তৃণমূলের অনেক আলু এখনো ঘুরে বেড়াচ্ছে। তারাও খুব তাড়াতাড়ি যাবে। ” একই সাথে নওশাদের ডায়মণ্ডহারবারে প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বহুদলীয় গণতন্ত্র চাই। নির্বাচনে সব দলই অংশগ্রহণ করুক। নওশাদের দলের সাথে বিজেপির কোনো যোগাযোগ নেই।”
এদিন শুভেন্দু অধিকারির সাথে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল, দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘড়ুই, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সহ আরো অনেকে।