eaibanglai
Homeএই বাংলায়ভূত চতুর্দশীতে যমরাজের উদ্দেশ্যে সন্ধ্যায় প্রদীপ জ্বাললেই অকালমৃত্যুরোধ!

ভূত চতুর্দশীতে যমরাজের উদ্দেশ্যে সন্ধ্যায় প্রদীপ জ্বাললেই অকালমৃত্যুরোধ!

সঙ্গীতা চৌধুরীঃ– আজ ১১ নভেম্বর ২০২৩ ,আজ ভূত চতুর্দশী। ভূত চতুর্দশী কী এবং কেন পালন হয় তা আমরা সবাই জানি। বলা হয় যে, আজকের দিনে স্বর্গত মানুষের আত্মারা পৃথিবীতে ফিরে আসেন আর তারা যাতে আমাদের কাছে ফিরে আসতে পারেন, সেই কারণে তাদের আলো দেখানোর জন্য বাড়ির বাইরে ছাদে উঠোনে ১৪ প্রদীপ জ্বালানো হয়। আজ সন্ধ্যায় অবশ্যই সবাই ঘরের বাইরে, তুলসী তলায়, উঠোনে, বাড়ির ছাদে প্রদীপ জ্বালাবেন তবে সেটি শুধু স্বর্গত আত্মাতাদের উদ্দেশ্যেই নয়, মৃত্যুর দেবতা, ন্যায়ের দেবতা যমরাজের উদ্দেশ্যেও।

হ্যাঁ, কার্তিক মাসের এই কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে যমরাজকে দীপদান প্রসঙ্গে পদ্মপুরাণে বলা হয়েছে যে “যখন কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে কেউ গৃহের বাইরে যমরাজের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্জ্বলন করেন, তিনি তৎক্ষণাৎ অকাল মৃত্যুর থেকে মুক্ত হন।” সেজন্য আমাদের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সন্ধ্যায় ঘরের বাইরে বেরিয়ে দক্ষিণমুখী হয়ে আকাশের দিকে তাকিয়ে যমরাজের উদ্দেশ্যে দীপ দান করা দরকার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments