নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কালীপুজোর রাতে দুই ক্লাবের ব্যাপক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের বেনাচিতি এলাকা। চলল ভাঙচুর। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ঘটনায় দু’পক্ষের মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে সংঘর্ষের জেরে জখম হয়েছেন কমপক্ষে ১০ জন। যার মধ্যে ৭ জনকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। আহতদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রের জানা গেছে গতকাল মধ্যরাতে দুর্গাপুরের বেনাচিতির জে কে পাল লেন শ্মশান কালী মন্দিরে পুজো চলাকালীন বেশ কিছু যুবক চলন্ত বাইক নিয়ে উৎপাত শুরু করে। অভিযোগ ঘটনাস্থলে উপস্থিত দুর্গাপুর থানার অন্তর্গত এ-জোন ফাঁড়ির এএসআই বরুণ মণ্ডল ওই যুবকদের সাথে কথা বলতে গেলে তারা পুলিশের উপর চড়াও। এরই মধ্যে এলাকার দুই ক্লাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছয় এবং একটি ক্লাবের সদস্যরা বাইক আরোহী যুবকদের পাশে দাঁড়ায়। এরপর পুলিশের সামনেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি লাঠি, বাঁশ, তরোয়াল, ভোজালি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষে দুপক্ষের অন্তত ১০ জন জখম হন। অন্যদিকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ সৌমেন ঠাকুর। গ্রেফতার করা হয় ৮ জনকে। ধৃতদের সোমবার মহকুমা আদালতে পেশ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে একটি শ্মশান কালী মন্দির ও পুকুরের দখলদারি নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকার দুই ক্লাবের মধ্যে দ্বন্দ চলছে। তার জেরেই এদিনের সংঘর্ষের ঘটনা ঘটে।