eaibanglai
Homeএই বাংলায়মঙ্গলবার থেকেই হাওয়া বদল, বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার থেকেই হাওয়া বদল, বৃষ্টির সম্ভাবনা

এই বাংলায় ওয়েব ডেস্কঃ– কালীপুজোতে শীতের আমেজ থাকলেও ভাইফোঁটাতে আবহাওয়া বদলের সম্ভাবনা রাজ্যে। আবহাওয়াবীদদের মতে দক্ষিণ-পূর্ব ও আন্দামান সাগর সংলগ্ন এলাকায় সোমবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে । এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে মঙ্গলবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ প্রথমে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের অভিমুখে এগোবে। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। গতি পরিবর্তন করে উত্তর বঙ্গোপসাগরের দিকে তা আসতে পারে। যার জেরে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উপকূলের জেলাগুলিতে। মঙ্গল ও বুধবার রাজ্য়ের জেলাগুলিতে কোথাও আংশিক আবার কোথাও কোথাও পুরোপুরি মেঘলা থাকবে আকাশ। দিনের তাপমাত্রা কমবে এবং রাতের তাপমাত্রা বাড়বে। বৃহস্পতি ও শুক্রবার উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত উত্তুরে হাওয়ার প্রভাব থাকবে। পশ্চিমের জেলাগুলিতে উত্তুরে হাওয়ার প্রভাবে ইতিমধ্যেই তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments