নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন ১৪ নভেম্বর দিনটি দেশ জুড়ে পালিত হয় জাতীয় শিশু দিবস হিসেবে। দুর্গাপুর জহরলাল নেহেরু মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে আজ এই দিনটি পালন করা হল বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে। এদিন সংস্থার সভাপতি তথা জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর উদ্যোগে স্টিল টাউনশিপের দুর্গাপুর হাউস সংলগ্ন রোটারীর পণ্ডিত জহরলাল নেহেরুর মূর্তির সামনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্বেচ্ছাসেবী সংস্থা “হ্যাপি হোম” এর বিশেষ ভাবে সক্ষম শিশুরা অনুষ্ঠানে যোগ দিয়েছিল। তাদের চকোলেট ও মিষ্টি বিলি করে সম্বর্ধনা দেওয়ার মাধ্যমে শিশু দিবস পালন ও পণ্ডিত নেহেরুর পুন্য জন্মদিনটিকে স্মরণীয় করা হয়। অনুষ্ঠানে ২ জন বিশেষভাবে সক্ষম শিশু কবি সুকান্ত ভট্টাচার্য্যের কবিতা আবৃত্তি করে এবং সংস্থার সভাপতি দেবেশবাবু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিতজীর যুগোপযোগী চিন্তাধারা ও ভারতবর্ষ গঠনে তাঁর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার কার্যকরী পরিচালক ( ই.ডি) দীপ্তেন্দু ঘোষ। তিনি সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী সুদেব রায়,তপন সিনহা,সত্যরঞ্জন মুখার্জী,সুভাষ সাহা,রজত দীক্ষিত,রবীন গাঙ্গুলী,সৌমেন বাউরী,অশোক শাসমল,পূরব ব্যানার্জী,মেঘনা মান্না প্রমুখ ।