eaibanglai
Homeএই বাংলায়রক্তদানের মাধ্যমে ভ্রাতৃদ্বিতীয়া ও ভাইদুজ পালন

রক্তদানের মাধ্যমে ভ্রাতৃদ্বিতীয়া ও ভাইদুজ পালন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রক্তদানের মাধ্যমে ভ্রাতৃদ্বিতীয়া ও ভাইদুজ পালন করল শহরের ভাইবোনেরা। বুধবার নজিরবিহীন এই ঘটনার সাক্ষী রইল শিল্পশহর। যার উদ্যোক্তা ছিল দুর্গাপুরে জেসপ গেট কালী পূজা কমিটি। এই বিশেষ শিবিরে একই পরিবাররে ৭ সদস্য বিরল গ্রুপের রক্তদান করে নজির গড়লেন।

প্রসঙ্গত দুর্গাপুরের জেসপ গেট পূজা কমিটি গত ২৫ বছর ধরে নিউ রবীন্দ্রপল্লীতে কালীপুজো করে আসছে। তবে গত ৬ বছর ধরে কালীপুজোর পাশাপাশি ভাইফোঁটা ও ভাইদুজ উপলক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করছেন পুজো উদ্যোক্তারা। এবারও তার ব্যতিক্রম হয়নি। বুধবার দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল ও দুর্গাপুর মহকুমা হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত এই মহতি শিবির। যেখানে প্রায় ৪৮ জন রক্তদান করেন। মহিলা ও তরুণীরাও রক্তদানে অংশ নিয়েছিলেন। এছাড়াও পূজা কমিটির অন্যতম উদ্যোক্তা যীশু গুরুং ও তার পরিবারের সাত সদস্য (যীশু গুরুংয়ের মা, ভাই, বোন সহ ৭ জন) বিরল গ্রুপের রক্তদান করে নজির গড়েন। এর পাশাপাশি স্থানীয় সাহা পরিবারের ৫ সদস্যও এদিনের শিবিরে রক্ত দান করে সকলের নজর কাড়েন। যীশু গুরুং জানান গত কয়েক বছর ধরে তাদের পরিবার রক্তদান শিবিরে অংশগ্রহন করছে। এবার তার পরিবারের তিন প্রজন্ম একসঙ্গে রক্তদান করে এই মহতি উদ্যোগে যোগদান করল।

দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের পক্ষে সজল বোস জানান, “এরকম পরিবারদের রক্তদানে ঘটনা সৌভাগ্যের বিষয়।”এবং ওই দুই পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। এমন এক অনন্য মহতি ভ্রাতৃদ্বিতীয়া পালনের মাধ্যমে সামাজিক ঋণ পরিশোধ হবে এমনটাই মনে করেন উদ্যোক্তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments