সংবাদদাতা,বাঁকুড়াঃ- প্রতি বছর কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়ায় পালিত হয় ভাইফোঁটা। এই দিন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন বোনেরা। সঙ্গে থাকে মিষ্টি মুখের আয়োজন। ভাইফোঁটায় ভাইয়েদের পাতে মিষ্টি দেওয়ার রেওয়াজ দীর্ঘদিনের। তাই ভাইফোঁটা উপলক্ষ্যে মিষ্টির দোকানেও এই সময় লক্ষ্য করা যায় তৎপরতা। ভাইফোঁটা উপলক্ষ্যে নতুন নতুন মিষ্টি নিয়ে হাজির হন মিষ্টি ব্যবসায়ীরা। চলে দেদার কেনাকাটাও।
আগামী কাল ভাইফোঁটা, তার আগে মঙ্গলবার থেকেই মিষ্টির দোকানগুিতে রীতিমতো ভীড় লক্ষ্য করা গেল। মিষ্টি ব্যবসায়ীরা জানিয়েছেন এবার সব ধরণের মিষ্টির সমান চাহিদা রয়েছে, কেনাকাটাও ভালো চলছে। অন্যদিকে ক্রেতারা জানিয়েছেন, বছরের অন্য সময় না হলেও বিশেষ এই দিনে নিয়ম ভেঙ্গে একটু মিষ্টি খাওয়াই যায়। তাই মিষ্টি খেতে খাওয়াতে বুধবার থেকেই মিষ্টির দোকানে ভীড় জমাচ্ছেন ক্রেতারা।