সংবাদদাতা,আসানসোলঃ- আজ ভ্রাতৃদ্বিতীয়ায় ভাই বোনেরা যখন ফোঁটা দেওয়া-নেওয়া, উপহার আদান প্রদান ও খাওয়া দাওয়া নিয়ে পরিবার আপজনের সঙ্গে ব্যস্ত তখন ওঁরা পরিবার পরিজন থেকে দূরে কর্তব্য পালনে ব্যস্ত। পারিবারিক এই উৎসবের দিনেও মেলেনি ছুটি। কারণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব যে ওনাদের কাঁধেই। ওঁরা মানে পুলিশ কর্মী আধিকারিকরা। সাধারণ মানুষকে পরিষেবা দিতে ও এলাকার নিরাপত্তার খাতিরে এই উৎসবের দিনেও বাড়ি যাওয়া হয় না। তাই মহিলা কস্টেবল এবং মহিলা সিভিক ভলান্টিয়াররা ভাই ফোঁটা দিলেন থানার আধিকারিক থেকে শুরু করে থানায় কর্মরত বাকি পুলিশ আধিকারিকদের। এমনি এক দৃশ্য দেখা গেলো আসানসোলের সালানপুর থানায়।
এদিন মহিলা সিভিক ভলান্টিয়ার ও কনস্টেবলরা সুন্দর ভাবে শাড়ি পড়ে সুসজ্জিত হয়ে প্রদীপ জ্বালিয়ে,ধান দূর্বা দিয়ে থানার আধিকারিক অমিত হাটি সহ বাকি সমস্ত পুলিশ কর্মীদের চন্দনের ফোঁটা দিয়ে ভ্রাতৃদ্বিতীয়া পালন করলেন। চললো উপহার প্রদানের পালাও। মহিলা কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ারদের হাতে উপহার তুলে দিলেন থানার আধিকারিক অমিত হাটি।
অমিতবাবু এদিন বলেন, “কাজের চাপে বোনের কাছে ভাইফোঁটা নেওয়া হয়না। তবে থানায় যারা কর্মরত মহিলা পুলিশ কর্মী রয়েছেন তারাও আমাদের বোন, তাই তাদের সাথেই এই দিনটি পালন করে খুব আনন্দ হলো।”