eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে এক ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ভাইরালের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

দুর্গাপুরে এক ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ভাইরালের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- দুর্গাপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও সেই ঘটনা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে বছর পঞ্চান্নর এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার ২৯ নাম্বার ওয়ার্ডের অন্তর্গত দেশবন্ধু নগর এলাকার।

নির্যাতিতার মায়ের দাবি দিন ১৫ আগে তার মেয়েকে বাড়িতে ডেকে জোর করে পানীয় জলের সাথে কিছু মিশিয়ে খাইয়ে মেয়েকে ধর্ষণ করে প্রতিবেশী লতিফ শেখ । এমনকি ধর্ষণের সেই ছবি ক্যামেরা বন্দি করে পরে সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়েও দেয়। নাবালিকা ভয়ে বাড়িতে কিছু না বললেও,পাড়ায় থাকতে চাইনি। ঠাকুমার বাড়ি চলে যায়। পরে প্রতিবেশীদের কাছ থেকে সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও দেখে বিষয়টি জানতে পারেন তিনি। তারপর মেয়েকে জিজ্ঞাসা করলে সমস্ত কথা জানায় ওই ছাত্রী।

বিষয়টি জানার পরই কোকওভেন থানার দ্বারস্থ হন নির্যাতিতার পরিবার। অন্যদিকে পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই প্রতিবেশীকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ। পাশাপাশি পুলিশ নাবালিকার শারীরিক পরীক্ষা করায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

অভিযুক্ত ব্যক্তির কড়া শাস্তির দাবী করছে নাবালিকা পরিবার পরিজন সহ প্রতিবেশীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments