জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,মেমারিঃ- বিপদ যে কখন যে কিভাবে আসে কেউ টের পায়না। চোখের পলক ফেলার আগেই ঘটে যায় ঘটনা। গত ১৯ শে নভেম্বর ঠিক এইরকমই এক ঘটনা ঘটে যায় মেমারিতে।
দুর্ঘটনাগ্রস্থ পরিবার সূত্রে জানা যাচ্ছে বিয়ের দেখাশুনা করে রবিবার সন্ধ্যায় মারুতি গাড়িত চেপে নাদনঘাট থেকে মেমারির দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের শুঁড়ো গ্রামে ফিরছিলেন পরিবারের চারজন সদস্য। নিজেদের মধ্যে তারা তখন গল্পে মশগুল ছিল। গ্রামের ঢোকার আগের মুহূর্তেই হঠাৎই গাড়িতে আগুন ধরে যায়। ঘটনার আকস্মিকতায় তারা বিহ্বল হয়ে পড়ে এবং আতঙ্কে চিৎকার শুরু করে দেয়। বিভিন্ন ক্লাবে ক্রীড়াপ্রেমী মানুষেররা তখন বিশ্বকাপ ক্রিকেটের খেলা দেখতে ব্যস্ত। চিৎকার শুনে তারা ছুটে আসে ঘটনাস্থলে। তাদের তৎপরতায় প্রাণে বেঁচে যায় গাড়ির চালক সহ পাঁচজন আরোহী।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও মেমারি থানার পুলিশ। দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় মেমারির শুঁড়ো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
গাড়ির চালক জানায় – গাড়িটি তখন গ্যাসে চলছিল। গ্যাস থেকে পেট্রলে নিয়ে যাওয়ার মুহূর্তে কোনো কারণে এই দুর্ঘটনা। ঘটে যায়। যেহেতু গ্যাস ছিল তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত আমরা প্রাণে বেঁচে যাই।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে কেন এই ঘটনা ঘটল সেটা তদন্ত করে দেখা হচ্ছে।