eaibanglai
Homeএই বাংলায়রক্তদান শিবিরের মাধ্যমে আন্তর্জাতিক শিশু দিবস ও ছট পূজা উদযাপন

রক্তদান শিবিরের মাধ্যমে আন্তর্জাতিক শিশু দিবস ও ছট পূজা উদযাপন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সোমবার রক্তদান শিবিরের মাধ্যমে আন্তর্জাতিক শিশু দিবস ও ছট পূজা উদযাপন করল দুর্গাপুর ভলিবল অ্য়াকাডেমি। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় আয়োজিত হয় শিবির। দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোনের হর্ষবর্ধন রোডে অবস্থিত ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল এই বিশেষ রক্তদান শিবিরের। শিবিরে ৪জন মহিলা সহ মোট ২৮ জন রক্তদান করেন। বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন ক্লাব সদস্যরা।

এদিনের এই শিবিরের উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি। উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ, ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ করবী কুন্ডু, পুরপ্রশাসক ধর্মেন্দ্র যাদব, ক্রীড়া সংগঠক স্বস্তিকা ব্যানার্জি, ভলিবলের জাতীয় কোচ রতন কর্মকার, ফোরামের যুগ্ম সম্পাদক নন্দিতা ঘোষ, অ্যাকাডেমির সম্পাদক অরবিন্দ কর্মকার সহ অনান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ। শিবির শেষে আয়োজক সংগঠনের হাতে শংসাপত্র ও ব্লাড ফোরামের শুভেচ্ছা স্মারক তুলে দেন যথাক্রমে ডাঃ করবী কুন্ডু ও নন্দিতা ঘোষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments