সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঁকুড়ার সিমলাপালের পল্লীভারতী এলাকায় শিলাবতী নদী থেকে উদ্ধার হল তিন ফুট উচ্চতার প্রাচীণ শিব লিঙ্গ। পল্লীভারতীর তিলাবনী হাই স্কুল সংলগ্ন এলাকার একটি কালী মন্দিরে ওই শিব লিঙ্গ রেখে ইতিমধ্যে পূজা পাঠও শুরু করে দিয়েছেন গ্রামবাসীদের একাংশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় সরকারী উদ্যোগে শিলাবতী নদীর পাড় বাঁধাইয়ের কাজ চলছে। তার মাঝে এদিন নদীতে স্নান করতে যায় পল্লীভারতী-বাঁকিপাল গ্রামের দুই যুবক। ওই দুই যুবক নদীতে স্নান করতে নেমে শিবলিঙ্গ আকৃতির পাথরের সন্ধান পেয়ে গ্রামে খবর দিলে ঢাক বাদ্য সহযোগে সাইকেলে চাপিয়ে ওই লিঙ্গ পাথরটিকে স্থানীয় কালী মন্দিরে নিয়ে গিয়ে রাখা হয় ও পূজাপাঠ শুরু হয়। অন্যদিকে প্রচীন শিবলিঙ্গ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ ভীড় করে তা দেখার জন্য।
এদিকে শিবলিঙ্গের মতো দেখতে হলেও উদ্ধার হওয়া পাথরটি আসলে কোনো প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ বলেই মনে করছেন বিশিষ্ট গবেষক ও শিক্ষক রামামৃত সিংহমহাপাত্র। এটি কোনো জৈন মন্দিরের ধ্বংসাবশেষ হলেও হতে পারে বলে অনুমান তাঁর।
যদিও স্থানীয় গ্রামবাসীদের দাবি, ঠাকুর নিজের ইচ্ছায় তাদের গ্রামে এসেছেন। এখন গ্রামের সবাই মিলে গ্রামে রেখেই তাকে পুজো করবেন। আগামী দিনে সম্মিলীত উদ্যোগে একটি মন্দির তৈরীর চিন্তাভাবনা করছেন বলেও তাঁরা জানান।