সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– মিনিবাসে ধাক্কা মেরে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল চার চাকা গাড়ি। তবে ওই গাড়িতে কোনো যাত্রী না থাকায় দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। অল্পের জন্যে রক্ষা পান গাড়ির চালক। ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে আসানসোল দক্ষিণ থানার আসানসোল বিশেষ সংশোধনাগার বা জেলের সামনের রাস্তায়।
জানা গেছে, আসানসোল জেলের সামনে রাস্তার পাশে রাতে বেশ কয়েকটি মিনিবাস পার্কিং করা থাকে। বুধবার গভীর রাত দুটো নাগাদ একটি চারচাকা গাড়ি আসানসোল আদালতের দিক থেকে বিএনআর মোড়ের দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ জেলের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে ধাক্কা মারে গাড়িটি। আর ওই সংঘর্ষের জেরে মুহুর্তের মধ্যে আগুন লেগে যায় ওই চারচাকা গাড়িতে। কিছুক্ষণের মধ্যে আগুন গোটা গাড়িতে ছড়িয়ে পড়ে ও পুরো গাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। অন্যদিকে গাড়ির চালক আগুন লাগার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়ে প্রাণে বাঁচেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। পরে আসানসোল থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে ভস্মীভুত হয়ে যায় ওই চারচাকা গাড়িটি।