শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:- “যাদের কেউ নেই তাদের ভগবান আছেন” এরকম একটা কথা আমরা প্রায়শই শুনে থাকি। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের রামসাগরে অবস্থিত বৃদ্ধাবাস ‘অমর সেবা সংঘে’ যে আবাসিকরা থাকেন তাঁদের সত্যিই কেউ নেই। লাঞ্ছনা, অবহেলা অথবা শারীরিক বিকৃতির কারণে যাদের কোথাও জায়গা হয়নি, মূলত তাঁরাই থাকেন এই বৃদ্ধাবাসে। আবাসিকরা একসঙ্গে থাকলেও বুকের কোণে জমে থাকা একাকীত্বের মেঘ যেন কাটতেই চায় না। তাই বৃদ্ধাবাসে বিবাহ বার্ষিকী পালন করে আবাসিকদের একাকীত্ব সাময়িক হলেও কাটিয়ে আনন্দ দিয়ে বৃদ্ধ বৃদ্ধাদের মুখে হাসি ফোটালেন বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ জয়েন্ট বিডিও প্রসেনজিৎ মন্ডল এবং তাঁর স্ত্রী ঝিলিক মন্ডল। প্রসেনজিৎবাবু জানান তালডাংরার এক সমাজসেবী সংগঠনের মাধ্যমে ‘অমর সেবা সংঘে’র কথা জানতে পেরে এই সিদ্ধান্ত নেন।
এই বিশেষ দিনে আবাসিকদের নিয়ে কেক কেটে, হাসি আড্ডা এবং খাওয়া দাওয়া করে কাটান প্রসেনজিৎ মন্ডল এবং তাঁর স্ত্রী । আবাসিকদের প্রতিদিনের খাদ্য তালিকা আগে থেকেই নির্ধারিত করা থাকে। রুটিন মাফিক খাওয়া দাওয়ার মধ্যে আবাসিকদের জন্য এদিন ছিল স্বাদ বদলের দিন। পাশাপাশি তাদের মনের কথা শোনার জন্য এদিন উপস্থিত হয়েছিলেন তালডাংরার যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ মন্ডল এবং তার স্ত্রী ঝিলিক মন্ডল ছাড়াও একাধিক সমাজসেবী সংগঠনের সদস্য এবং সহৃদয় ব্যক্তিরা। বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ-বৃদ্ধারা রীতিমতো উপভোগ করেন এদিনের এই বিশেষ অনুষ্ঠান।