eaibanglai
Homeএই বাংলায়আজ কাল ভৈরব জয়ন্তী! কী করবেন আজকে?

আজ কাল ভৈরব জয়ন্তী! কী করবেন আজকে?

সঙ্গীতা চৌধুরীঃ- গত ৪ ডিসেম্বর রাত ৯টা ৫৯ মিনিট থেকে আজ অর্থাৎ ৫ ডিসেম্বর বেলা ১২টা ৩৭ মিনিট পর্যন্ত থাকবে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, তাই তিথি অনুযায়ী আজ ৫ ডিসেম্বর কালভৈরব জয়ন্তী। কাল ভৈরব হলো শিবের রৌদ্র রূপ। তাই এই কাল ভৈরব জয়ন্তীতে কাল ভৈরবের পুজো করলে ব্যক্তির জীবনে আনন্দ আসে, এছাড়া ব্যক্তি সকল পাপ থেকে মুক্তি পায় ও কোন নেগেটিভ এনার্জি তার কিছু করতে পারে না। এমনকি ভূত-প্রেত জনিত বাধাও কাটিয়ে ওঠা যায় কালভৈরবের আশীর্বাদে। শিবপুরাণে এই কাল ভৈরব এর উৎপত্তি সম্পর্কে বলা হয়েছে যে, শ্রেষ্ঠত্বের প্রশ্নে একবার হরি,হর ও ব্রহ্মার মধ্যে বিবাদ হয় , তখন ব্রহ্মা শিবের নিন্দা করলে দেবাদিদেব মহাদেব রেগে গিয়ে নিজের রৌদ্র রূপ ধারণ করেন,তখন‌ই কালভৈরবের আবির্ভাব হয়। নিজের অপমানের প্রতিশোধ নিতে কাল ভৈরব ব্রহ্মার পঞ্চম মাথা কেটে দেন। এর ফলে তার ব্রহ্ম হত্যার অপরাধ হয়। এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তখন কালভৈরব ত্রিলোক ভ্রমণ করেন, শেষে কাশী পৌছানোর পর তার এই পাপ মোচন হয়।

এই তিথিতে মহাদেবকে প্রসন্ন করতে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এছাড়া লাল বা সাদা চন্দন দিয়ে বেলপাতায় এই মন্ত্র লিখে শিবলিঙ্গে নিবেদন করুন। কুকুর কাল ভৈরবের বাহন তাই আজ কুকুরকে মিষ্টি, রুটি বা গুড়ের মালপোয়া খাওয়ান, এছাড়া ওঁম কাল ভৈরবায় নমঃ মন্ত্র জপ করতে পারেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments