eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে অবৈধ কয়লা বালি পাচারের অভিযোগে বিক্ষোভ অবরোধ বিজেপি বিধায়কের

আসানসোলে অবৈধ কয়লা বালি পাচারের অভিযোগে বিক্ষোভ অবরোধ বিজেপি বিধায়কের

সংবাদদাতা,আসানসোলঃ– এবার আসানসোলে অবৈধ কয়লা বালি পাচারের অভিযোগ তুলে সরব হলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদিকা অগ্নিমিত্রা পল। শুক্রবার পর পর দুজায়গায়, প্রথমে জামুড়িয়ার কেন্দা ফাঁড়ির সামনে এবং পরে ৬০ নম্বর জাতীয় সড়কে দলীয় কর্মী সমর্থকদের নিয় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তিনি।

এদিন অগ্নিমিত্রা বলেন, “পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর, জামুড়িয়া, আসানসোল দক্ষিণে অবৈধ কয়লা বালি কাঠ পাচার হচ্ছে। রাজ‍্যের ক্ষমতাসীন দল তৃণমূল, পুলিশ প্রশাসন ও ইসিএলের কিছু অসাধু আধিকারিকের সহযোগিতাতেই এই অবৈধ কারবারের সিণ্ডিকেট রাজ শুরু হয়েছে। কদিন আগেই দেখা গেছে পুলিশের কাজ সিআইএসএফ করতে গিয়ে অবৈধ কয়লা ভর্তি তিনটি ট্রাক আটক করেছে। জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং ও এই সিণ্ডিকেট তথা মাফিয়ারাজের কথা স্বীকার করেছেন। আসলে বখরার টাকা না পেয়ে তিনি বলেছেন বিজেপি সিণ্ডিকেট রাজ চালাচ্ছে। অথচ রাজ‍্যে ক্ষমতায় তৃণমূল, পুলিশ প্রশাসন নেতা মন্ত্রী তাদের। তারপরেও বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ হাস‍্যকর।” একইসাথে তিনি চ‍্যালেঞ্জ করে বলেন, “দম থাকলে বলুন বিজেপির কারা কারা এই সিণ্ডিকেট রাজে জড়িত। তাদের নাম ইডি সিবিআই এর কাছে পাঠিয়ে দিন। আমরাও তা দেখতে চাই।”

অন্যদিকে অভিযোগ বিজেপি বিধায়কের এই বিক্ষোভে কার্যত নিরব দর্শকের ভূমিকায় দেখা গেছে পুলিশকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments