eaibanglai
Homeএই বাংলায়পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনকে নজীরবিহীন স্বীকৃতি কেন্দ্রের

পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনকে নজীরবিহীন স্বীকৃতি কেন্দ্রের

সন্তোষ মণ্ডল, আসানসোলঃ– পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনের মুকুটে যুক্ত হলো জাতীয় স্বীকৃতির পালক। বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল পড়ুয়াদের ( চাইল্ড উইথ স্পেশাল নিডস্ ) শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতিতে নজীরবিহীন কাজের স্বীকৃতি পেলো পশ্চিম বর্ধমান জেলা। “ইনোভেশন ইন এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন” র জন্য পশ্চিম বর্ধমান জেলাকে শংসাপত্র দিয়ে সম্মান জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এছাড়াও স্বীকৃতি হিসেবে দেওয়া হয়েছে পদকও। গত ৫ ডিসেম্বর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দিল্লিতে এক অনুষ্ঠানে এই শংসাপত্র ও পদক তুলে দেন সার্কেল প্রজেক্ট কো-অর্ডিনেটর ঋতপথিক ঘোষের হাতে। প্রসঙ্গত গত ৪ ও ৫ ডিসেম্বর দিল্লিতে ন্যাশানাল ইন্সটিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের আয়োজতি এক অনুষ্ঠানে ২০২০-২০২১ ও ২০২১-২০২২ আর্থিক বছরের পারফরম্যান্সের বিচারে পশ্চিম বর্ধমান জেলাকে এই পুরষ্কার দেওয়া হয়।

জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলায় ২৭০০ বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল পড়ুয়া আছে। তাদের শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যের উন্নতিতে জেলার শিক্ষা দপ্তরের আধিকারিক হিসাবে ডিইও ও বিইওর একটা বিশেষ ভূমিকা ছিলো। তারা বছরভর শিক্ষা দপ্তরের অন্য আধিকারিক,কর্মীদের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের সাহায্যে এই পড়ুয়াদের জন্য কাজ করেছেন। এবং এই বিশেষ চাহিদা সম্পন্ন স্কুল পড়ুয়াদের শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে কোন খামতি আছে কি না তা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। তারই স্বীকৃতি হিসাবে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনের মুকুটে জাতীয় স্তরে এই পালক যুক্ত হলো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments