সঙ্গীতা চৌধুরী,হুগলিঃ- আজ ১২ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার,আজ হলো মার্গশীর্ষ মাসের শেষ অমাবস্যা এবং এই বছরেরও শেষ অমাবস্যা। এই অমাবস্যা মঙ্গলবার হওয়ায় এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এই যোগকে তাই ভৌমবতী অমাবস্যাও বলা হয়। অমাবস্যার এই তিথি শক্তি সাধনার উত্তম ক্ষেত্র। আজকের এই তিথিতে তাই অনেক মন্দিরেই মায়ের উদ্দেশ্যে বিশেষ পুজো দেওয়া হয়, নালিকুলের অধিকারী পাড়ার সিদ্ধেশ্বরী মন্দিরও তার ব্যতিক্রম নয়। তবে এখানে অমাবস্যা তিথি শুধুই মায়ের বিশেষ পুজোর মধ্যে আবদ্ধ থাকে না, কারণ এখানে মায়ের এই পুজো যেন ভক্ত শিষ্যের মিলনের হেতু হয়ে ওঠে।
নালিকুলের অধিকারী পাড়ার সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আজ মার্গশীর্ষ অমাবস্যা উপলক্ষে বিশেষ হোম যজ্ঞ হয়, আজকের দিনে তাই মায়ের পুজো দেখতে দূর দূরান্ত থেকে ভক্তরা উপস্থিত হয়েছিলেন মায়ের মন্দিরে। অমাবস্যা তিথিতে মায়ের বিশেষ সাজ দেখলেই মুগ্ধ হয়ে যেতে হয়।
মায়ের বিশেষ এই তিথিতে মায়ের মন্দিরের সেবায়েত পন্ডিত শিবানন্দ পুরী হোম যজ্ঞ করেন, এ ছাড়া ভক্তদের উদ্দেশ্যে তিনি নানা রকম জ্ঞান গর্ভ উপদেশও প্রদান করেন। সংসারের ত্রিতাপ জ্বালায় অতিষ্ঠ হয়ে ওঠা ভক্তেরা গুরু শিবানন্দ পুরীর পরামর্শে ও উপদেশে উজ্জীবিত হয়ে উঠেন আর শান্তি খুঁজে পান, লড়াই করার উদ্যম খুঁজে পান। জনৈক এক ভক্তের কথায়,‘গুরু বাবাকে কিছু বলতে হয় না,ওনাকে দেখলেই মনের মধ্যে সম্ভ্রম জাগে আর যাবতীয় শোক দুঃখ ভুলে আবার নিত্য জীবনে লড়াই করার সাহস পাই,তাই তো এত দূর থেকে ছুটে আসি”