eaibanglai
Homeএই বাংলায়আসানসোলকে যানজট মুক্ত করতে পুরপ্রতিনিধিদের অভিযান

আসানসোলকে যানজট মুক্ত করতে পুরপ্রতিনিধিদের অভিযান

সংবাদদাতা,আসানসোলঃ– আসানসোল শহরকে সুন্দর করে সাজিয়ে তোলার ও শহরকে যান জট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আসানসোল পৌরনিগম। সেইমতো একাধিক পদক্ষেপ গ্রহন করা হয়েছে। আসানসোলের ভগৎ সিং মোড় থেকে জি টি রোডের উপর বেশ কিছু দোকান উচ্ছেদ করে সৌন্দর্যায়নের কাজও শুরু হয়েছে ইতিমধ্যে। এবার আসানসোল বাজারে যানজটের সমস্যা দূর করতে উদ্যোগ নিয়েছে পুরনিগম। পুরনিগমের তরফে নোটিশ জারি করে জানানো হয়েছিল ১২ ডিসেম্বরের মধ্যে বাজারের রাস্তা দখল করে থাকা দোকানের অংশ সরিয়ে ফেলতে হবে, তা না হলে ওই জবরদখল অংশ ভেঙে দেওয়া হবে এবং ১৩ ডিসেম্বর অভিনামে নামবে পুরসভা। সেই মতো মঙ্গলবার আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক পৌর আধিকারিকদের নিয়ে হটন রোড মোড় সংলগ্ন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলেন। কোন দোকানের কতটা বর্ধিত অংশ সরিয়ে ফেলতে হবে সে ব্যাপারটিও এদিন দোকানদারদের বুঝিয়ে দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments