নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অনুষ্ঠিত হল আয়কর বিষয়ক সচেতনতা সেমিনার। “ইনকাম ট্যাক্সঃ অ্যান ওভারভিউ” শীর্ষক এই আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল এনআইটিডি সম্প্রদায়ের মধ্যে আর্থিক সাক্ষরতা এবং কর সচেতনতা প্রচার করা। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়কর বিভাগের ডেপুটি কমিশনার শঙ্কর চক্রবর্তী এবং জয়েন্ট কমিশনার আকাশ জৈন ।
অনুষ্ঠানের প্রথমে এনআইটির ডিরেক্টর অধ্যাপক অরবিন্দ চৌবে অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর তিনি তার বক্তব্যে এনআইটিডি সদস্যদের মধ্যে আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি দাবি করেন এদিনের আয়কর সচেতনতা অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহনকারীরা ট্যাক্স রিটার্ন, কর ছাড় ইত্যাদি বিষয়ে বিশদে জানতে পারবেন। এরপর ট্যাক্স কমিশনার শঙ্কর চক্রবর্তী এক বিশেষ প্রেজেন্টেশনের মাধ্যমে আয়করের অধীনে সমস্ত গুরুত্বপূর্ণ সেকশনগুলির বিষয়ে বিশদে আলোচনা করেন। এরপর চলে প্রশ্ন উত্তর পর্ব। যেখানে ডেপুটি কমিশনার শঙ্কর চক্রবর্তী এবং জয়েন্ট কমিশনার আকাশ জৈন যৌথভাবে অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের নানা প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর দেন। পাশাপাশি তারা যথাযথ ট্যাক্স ফাইলিং ও যথাযথ ভাবে ডকুমেন্টেশন করা নিয়ে অংশগ্রহনকারীদের সচেতন করেন। আগামী দিনেও এধরণের আরও সচেতনতা কর্মসূচির আয়োজনের প্রতিশ্রুতিও দেন তারা।
এনআইটিডি সদস্যরা ছাড়াও এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআইটি দুর্গাপুরের কর্মচারী, অধ্যাপক ও শিক্ষার্থীরাও। এবং সকলেই প্রশ্নোত্তরের পর্বে উৎসাহের সঙ্গে অংশগ্রহন করেন।
সবশেষে জনসংযোগ আধিকারিক ডাঃ শ্রীকৃষ্ণ রাই ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সময়মত আয়কর প্রদান এবং সমাজের মধ্যে কর সচেতনতা ও আর্থিক সাক্ষরতা ছড়িয়ে দেওয়ার শপথ নিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।