eaibanglai
Homeএই বাংলায়বড়দিনের আগেই হাজির সান্তা! উত্তরপাড়ার বিশেষ সক্ষম শিশুদের স্কুলে হাজির সান্তা ক্লজ!

বড়দিনের আগেই হাজির সান্তা! উত্তরপাড়ার বিশেষ সক্ষম শিশুদের স্কুলে হাজির সান্তা ক্লজ!

সঙ্গীতা চৌধুরী,হুগলিঃ- সামনেই আসছে ২৫শে ডিসেম্বর, ২৫শে ডিসেম্বর মানেই বড়দিন, যীশুখ্রিস্টের জন্মদিন আর এই দিন সান্তা ক্লজ আসেন আর শিশুদের ঝোলা ভরে দেন উপহারে। কিন্তু বাস্তবে অনেক সময় সান্তা এসে হাজির হয়। ঠিক যেমন উত্তরপাড়ায় বিশেষ ভাবে সক্ষম শিশুদের স্কুলে ২২ ডিসেম্বর স্বয়ং হাজির হন সান্তা ক্লজ। প্রতি বছরের মতো এই বছরও ২৫শে ডিসেম্বরের প্রাক্কালে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ Dr সুবীর মুখার্জী নিজে সান্তা ক্লজ সেজে ঝুলিতে কেক, চকলেট, গিফট নিয়ে তার সমাজসেবী সংস্থা ‘প্রকৃতি’র মেম্বার নিয়ে হাজির হন ঐ স্কুলে। এইদিন ঐ স্কুলে jingle bells এর সুরে বাঁশি বাজানো হয়। এই স্কুলের শিশুরা যেহেতু দৃষ্টিহীন,তাই কিছুটা সেই সুরেই অনুভব করে ফেলেন তাদের কাছে সান্তা এসেছে। সেখানে সকলের হতে কেক, চকলেট, জামা ও শীতের সামগ্রী তুলে দেন সান্তার বেশে থাকা সুবীর বাবু। সবশেষে সুবীর বাবু বলেন যে,“ প্রতি বছরই আমার টিম ‘প্রকৃতির’ মেম্বার দের নিয়ে কখনো ফুটপাতের যীশু বা এই বিশেষ সক্ষম যীশু রূপীদের কাছে আসি, বিভিন্ন সামাজিক কাজের সাথে সাথে এটাও একটা আমার কর্তব্য বলে মনে করি।”

এক‌ইসাথে সুবীর বাবু আরো বলেন যে,“এখানে যাদের দেখি এরা কিন্তু কেউই অন্ধ নয়, অন্ধ তো আমরা, যারা রাস্তায় কোনো অসহায়কে দেখলেও এগিয়ে যাই না। বৃদ্ধ পিতা-মাতাদের অবহেলা করা হয় আমাদের এই সমাজে,কিন্তু আমরা আর আমাদের এই টিম প্রকৃতি সারাবছর ধরে বিভিন্ন সময় অসহায়ের পাশে দাঁড়িয়ে থাকি। আমরা মনে করি অন্ধ এই পৃথিবীতে আমরা চশমা বিক্রি করছি, যাতে আমাদের দেখেও আরো সকলে এগিয়ে আসে, অন্তরের দৃষ্টিতে দেখে অসহায়ের পাশে সকলে থাকে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments