eaibanglai
Homeএই বাংলায়স্বাস্থ্য ও অ্যানিমিয়া পরীক্ষা শিবিরের আয়োজন

স্বাস্থ্য ও অ্যানিমিয়া পরীক্ষা শিবিরের আয়োজন

সংবাদদাতা, দুর্গাপুরঃ- ডায়াবেটিস, ক্যানসারের পাশাপাশি ভারতে রক্তাল্পতা (Anemia) হল আরও একটি বড় সমস্যা। এই অ্যানিমিয়া রোগ কী, কাদের হয়, কেন হয়, কতটা বিপজ্জনক, সে ব্যাপারে দেশের অধিকাংশ মানুষই অজ্ঞ।অ্যানিমিয়া হল এমন একটি রোগ যেখানে একজনের রক্তে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের (Haemoglobin) সংখ্যা স্বাভাবিক সংখ্যার তুলনায় কম থাকে। তাদের রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা হ্রাস পায় ও তার জেরে নানান স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হোন আক্রান্তরা। সমীক্ষা বলছে, ভারতের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ রক্তাল্পতায় ভুগছেন। এই ৪০ শতাংশের মধ্যে একটি বড় সংখ্যক মহিলা ও শিশু এই রোগে আক্রান্ত। ডায়াবেটিস, ক্যানসারের মতোই এই রোগ দেশের জন্য বেশ গুরুতর।২০৪৭ সালের মধ্যে ভারতকে রক্তাল্পত- মুক্ত করার আহ্বান দেশের দরকার ঘোষণা করেছেন।এই আবেদনের সাথে সাযুজ্য রেখে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং অনুপ্রেরণা রক্তদান ইন্ডিয়া ধারাবাহিক কর্মসূচি পালন করার উদ্যোগ নিয়েছে।

শনিবার, দুর্গাপুর রাইরানী দেবী গার্লস হাই স্কুলের উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সহযোগিতায় স্কুল প্রাঙ্গণে ২দিন ব্যাপী স্বাস্থ্য ও অ্যানিমিয়া পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। বিপুল উৎসাহ ও উদ্দীপনা সহকারে আয়োজিত শিবিরে ২০০ জনের বেশী সাধারণ স্বাস্থ্য ও অ্যানিমিয়া পরীক্ষা করিয়েছেন।মিশন হাসপাতাল এর মেডিকেল টীম এই পরিষেবা প্রদান করেছেন।শিবিরের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষিকা বিপাসা নায়েক।উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব রাজেশ পালিত ও মৃত্যুঞ্জয় সামন্ত সহ অনান্য ব্যক্তি বর্গ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments