eaibanglai
Homeএই বাংলায়মুকুটমনিপুর মেলায় আদিবাসী ফ্যাশন শো

মুকুটমনিপুর মেলায় আদিবাসী ফ্যাশন শো

সংবাদদাতা, বাঁকুড়াঃ- মুকুটমনিপুর মেলায় অনুষ্ঠিত হলো আদিবাসী আদিবাসী ফ্যাশন শো। খাতড়া মহকুমা প্রশাসন ও মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে ৪ঠা জানুয়ারি থেকে শুরু হয়েছে মুকুটমণিপুর মেলা। আর এই মেলাতেই অনুষ্ঠিত হলো সম্ভবত রাজ্যের প্রথম আদিবাসী ফ্যাশন শো। এই ফ্যাশন শো’য়ে আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে বিভিন্ন ধরনের আদিবাসী পোশাক পরে রাম্পে হাঁটলেন আদিবাসী যুবক-যুবতীরা। সহরায় উৎসব বিয়ে সহ আদিবাসীদের বিভিন্ন পূজা পার্বণের সংস্কৃতি তুলে ধরা হয় এদিনের ফ্যাশন শোতে।উল্লেখযোগ্যভাবে ফ্যাশন শো-এর রাম্পে হাঁটেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। মন্ত্রী একজন প্রশিক্ষক সহ মোট ২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের ফ্যাশন শোতে প্রথমবার অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে। খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় জানান, আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে এই ফ্যাশন শোয়ের আয়োজন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments