eaibanglai
Homeএই বাংলায়বিজ্ঞান জ্যোতি অনুষ্ঠান এনআইটি দুর্গাপুরে

বিজ্ঞান জ্যোতি অনুষ্ঠান এনআইটি দুর্গাপুরে

সংবাদদাতা, দুর্গাপুরঃ- বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ দেশের বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও গণিতের (এসটিইএম) বিভিন্ন ক্ষেত্রে নারীদের নিম্ন প্রতিনিধিত্বকে মোকাবেলা করার লক্ষ্যে মেধাবী মেয়েদের জন্য একটি অনন্য কর্মসূচি ‘বিজ্ঞান জ্যোতি’ শুরু করেছে। ২০১৯-২০ সালে স্কুল স্তরে “বিজ্ঞান জ্যোতি” চালু করা হয়েছে। যেখানে ৯-১২ শ্রেণীর মেধাবী ছাত্রীদের STEM ক্ষেত্রে উচ্চ শিক্ষা এবং কর্মজীবনের জন্য উৎসাহিত করা হচ্ছে।

এনআইটি দুর্গাপুর ‘বিজ্ঞান জ্যোতি প্রোগ্রাম’-এর জন্য জওহর নবোদয় বিদ্যালয় (জেএনভি) বাঁকুড়ার নলেজ পার্টনার। প্রথম পর্যায়ে, নবম থেকে দ্বাদশ শ্রেণির মেয়ে শিক্ষার্থীরা ৯ই জানুয়ারী ২০২৪-এ এনআইটি দুর্গাপুরের দুটি বিজ্ঞান বিভাগ, পদার্থবিদ্যা এবং রসায়ন বিভাগ পরিদর্শন করেছিল। অধ্যাপক পরিমল আচার্জি ‘বিজ্ঞান জ্যোতি প্রোগ্রাম’-এর প্রোগ্রাম সমন্বয়কারী। প্রফেসর অরবিন্দ চৌবে, এনআইটি দুর্গাপুরের ডিরেক্টর বলেছেন যে বিজ্ঞান জ্যোতি প্রোগ্রামের ফলস্বরূপ, বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ধারায় মেয়েদের প্রতিনিধিত্ব প্রাথমিক পর্যায় থেকে বাড়ানো যেতে পারে এবং বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং গণিতে (STEM) ক্ষেত্র লিঙ্গ সমতা নিশ্চিত করতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments