eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর মহাবিদ্যালয়ে ষষ্ঠ আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের উদ্বোধন

দুর্গাপুর মহাবিদ্যালয়ে ষষ্ঠ আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের উদ্বোধন

সংবাদদাতা, দুর্গাপুর:- দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে মঙ্গলবার ষষ্ঠ আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের একটি সম্মেলনে উদ্বোধন হয়। সম্মেলনটি পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান, প্রযুক্তি, ও জৈব প্রযুক্তি বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে সংগঠিত সম্মেলন। দু’দিন ব্যাপি এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের দুই ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস (বিজ্ঞান, প্রযুক্তি, ও জৈব প্রযুক্তি বিভাগ), ও শ্রী প্রদীপ মজুমদার (পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ)। এছাড়াও উপস্থিত ছিলেন, বিজ্ঞান কংগ্রেসের পশ্চিম বর্ধমানের জেলাশাসক শ্রী পোন্নামবালাম এস, বিশ্বজিৎ ঘোষ (ডেপুটি ম্যাজিস্ট্রেট, পশ্চিম বর্ধমান), ইন্দ্রজিৎ তালুকদার (এডিশনাল সেক্রেটারি, সায়েন্স এন্ড টেকনোলজি, পশ্চিমবঙ্গ সরকার), অমিয় কুমার কালিদহ (সিনিয়র সায়েন্টিফিক অফিসার) ও জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকবৃন্দ।


দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. দেবনাথ পালিত জানান, বিজ্ঞান কংগ্রেস উপলক্ষ্যে কলেজের পরিকাঠামোগত উন্নয়ন ও বিজ্ঞান বিষয়ক সারস্বতচর্চার এক শুভ সূচনা হল। বিজ্ঞান কংগ্রেসের নোডাল আধিকারিক অধ্যাপক কুন্তল ভট্টাচার্য জানিয়েছেন, এই বিজ্ঞান সম্মেলনে ৫২০টি গবেষণাপত্রের সংক্ষিপ্তসার জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত ২১২টি গবেষণাপত্রের সংক্ষিপ্তসার সম্বলিত একটি ডিজিটাল পুস্তিকা প্রকাশিত হয়েছে। এছাড়া এই সম্মেলন থেকে ৩৬ জন গবেষক নির্বাচিত হয়েছেন, যাঁরা পরবর্তী সময়ে আয়োজিত রাজ্য বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১২টি ডিসিপ্লিনের অধ্যাপক ও গবেষকবৃন্দ বিজ্ঞান ও প্রযুক্তির বিচিত্র বিষয়ে তাঁদের গবেষণাপত্র পাঠ করেছেন। আধুনিক বিজ্ঞান চর্চার সঙ্গে ‘সুস্থায়ী উন্নয়ন ধারণাটির এক সম্বন্ধ স্থাপনই ছিল বিভিন্ন গবেষণাপত্রের প্রধান উদ্দেশ্য। বীরভূম, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, এই চারটি জেলাকে একত্রিত করেই রাজ্যের তৃতীয় রিজিয়ন বা অঞ্চলে এই বিজ্ঞান কংগ্রেস দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments