সংবাদদাতা,আসানসোল:- পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হটন রোডের অচলাবালা লেনের বাসিন্দা ব্যবসায়ী অভয় বার্ণওয়াল ডাক পেলেন আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি আসানসোলের বাসিন্দা অভয় বার্ণওয়াল।
প্রসঙ্গত, ১৯৯০ সালে রাম মন্দির আন্দোলনে যোগ দিয়েছিলেন আসানসোলের বাসিন্দা পেশায় ব্যবসায়ী অভয় বার্ণওয়ালো। তার দাবি, ১৯৯০ সালে পশ্চিমবঙ্গ থেকে তিনি রাম মন্দির আন্দোলনে করসেবক হিসেবে যোগদান করেছিলেন। আন্দোলন চলাকালীন তার পায়ে গুলি লাগে। তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ফইজাবাদ সদর হাসপাতালে। সেখানে চিকিৎসার পরে তিনি সুস্থ হয়ে উঠেন। আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রামলালার মন্দির। আর সেই আমন্ত্রণ পেয়ে আসানসোলের বাসিন্দা অভয় বার্ণওয়াল আগামী ১৯ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে তিনি রওয়ানা হবেন বলে সোমবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।