eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে "স্বাস্থ্য সাথী "তে ১৫ বছরের কিশোরীর সফল হার্ট অপারেশন

দুর্গাপুরে “স্বাস্থ্য সাথী “তে ১৫ বছরের কিশোরীর সফল হার্ট অপারেশন

সংবাদদাতা, দুর্গাপুর:- ১৫ বছরের এক কিশোরীর জন্মগত হৃদরোগ সমস্যার সফল অস্ত্রপচার বা অপারেশন হলো দূর্গাপুরের বেসরকারি আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে। অপারেশনের মাধ্যমে ঐ কিশোরীর হার্টে একটি হোল বা ফুটো চিকিৎসকেরা বন্ধ করেছেন। পার্বতী পান্ডে নামে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির বাসিন্দা ১৫ বছর বয়সী ঐ কিশোরী শারীরিক ভাবে সুস্থ রয়েছেন। রাজ্য সরকারের অন্যতম সামাজিক প্রকল্প ” স্বাস্থ্য সাথী ” তে এই অপারেশন করা হয়েছে। জানা গেছে, পার্বতী পান্ডে নামে ঐ কিশোরী জন্ম থেকেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। যার জন্য তাকে বাড়ির লোকেরা তাকে অনেক হাসপাতালে গেছিলেন৷ তার নিউমোনিয়ার একাধিক সমস্যা ছিল৷ তার এই জন্মগত হৃদরোগের সমস্যা নির্ণয় করা হয়েছিলো। যা “ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট” (হার্টের বড় ছিদ্র) নামে পরিচিত ছিলো। অপারেশনের পর সোমবার পার্বতী আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ফলোআপ চেক করতে আসেন। তিনি পুরোপুরি সুস্থ ও এখন সে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ।

পার্বতীর জন্মগত অসুখ খুবই বিরল ছিল। কারণ তার হার্টের হোল বা হৃৎপিণ্ডের ছিদ্রটি খুবই স্বাভাবিক স্থানে ছিল। যেহেতু এই অবস্থাটি খুবই অনন্য এবং বিরল ছিল। তার যে অস্ত্রোপচারের প্রয়োজন ছিল সেটিও ছিল অত্যন্ত জটিল। অনেক সার্জন তার অপারেশন করতে অস্বীকার করেছিলেন। তাকে শেষ পর্যন্ত ২০২৩ সালের ২৩ ডিসেম্বর ডাঃ শুভজিৎ শর্মার (কনসালটেন্ট কার্ডিও-থোরাসিক সার্জন) অধীনে আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তার চারদিন পরে গত ২৭ ডিসেম্বর সফলভাবে তার অপারেশন করেছিলেন ঐ চিকিৎসক। এই জটিল অস্ত্রোপচারের ঐ কিশোরীর হার্টের ছিদ্র বন্ধ করা হয়েছিল। পাশাপাশি তার অন্যান্য সহযোগী ত্রুটিগুলি ঠিক করা হয়েছিল।

এই অস্ত্রোপচারের পর ঐ কিশোরী সম্পূর্ণ সুস্থ হয়েছিলেন। স্থিতিশীল অবস্থায় গত ৪ জানুয়ারি তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিশোরীর পরিবারের সদস্যরা তাকে একটি নতুন জীবন দিয়ে চমৎকার কাজের জন্য ডাঃ শুভজিৎ শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তারা ডাঃ শুভজিৎ শর্মার অপারেশনের টিমের অন্য সদস্য ডাঃ শুভ্রশঙ্খ মুখোপাধ্যায় (কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া), জয়ন্ত মান্না (পারফিউউনিস্ট), ডাঃ বিজয় রাঠোর, ডাঃ অনিল কুমার, ডাঃ বিজয় মেহতা, ডাঃ বিশাখা ঝাঁ, সিস্টার ও সব টেকনিশিয়ানদের ধন্যবাদ জানান। কিশোরীর এই অস্ত্রোপচারের খরচ স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় করা হয়েছিল।এই জটিল হার্ট সার্জারির জন্য আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল কতৃপক্ষও খুশি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments