সংবাদদাতা, দুর্গাপুর:- প্রতিবছরের মতো এবছরেও পৌষ সংক্রান্তি কে উপলক্ষ্য করে মকর উৎসব ও মাঘ মেলা কেন্দ্রিক চিত্তাকর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হলো ১৫ জানুয়ারী, ২০২৪ অপরাহ্নে। বিল্লমঙ্গল বেলুড়ীতে আয়োজিত সোহম বাবাজি মিশন’স পরিচালিত এবং শুভদীপ চৌধুরী(রাজা) নিবেদিত উল্লিখিত অনুষ্ঠানে ডো-রে-মি গ্রুপ এর নির্দেশনায় আধুনিক বাংলা গান, ভজন, লোকগীতি ইত্যাদি বিভিন্ন আঙ্গিকের সংগীত পরিবেশনের মাধ্যমে উপস্থিত বিপুল সংখ্যক শ্রোতাদের মন ভরিয়ে দিলেন আমন্ত্রিত জনপ্রিয় সংগীত শিল্পী সৌমী বন্দ্যোপাধ্যায়, শুভম চক্রবর্তী এবং সুদীপ্ত বন্দোপাধ্যায়। যন্ত্রানুষঙ্গে অনবদ্য ভূমিকায় ছিলেন- নীলোৎপল মন্ডল, সুমন চক্রবর্তী,আকাশ মুখার্জী ও ভৈরব রায়। আমন্ত্রিত শিল্পীদের অনুষ্ঠানের পরে স্থানীয় বাউল সম্প্রদায় বাউল গান পরিবেশন করেন।






