eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে 'রান ফর ইউনিটি'/'ঐক্যের দৌড়' দৌড় প্রতিযোগিতা

দুর্গাপুরে ‘রান ফর ইউনিটি’/’ঐক্যের দৌড়’ দৌড় প্রতিযোগিতা

সংবাদদাতা, দুর্গাপুর:- ইস্পাত ওয়েলফেয়ার ট্রাস্ট দুর্গাপুরের ব্যবস্থাপনায় এবং হিন্দুস্থান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়নের সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে পুরুষদের ১০ কিঃমিঃ ও মহিলাদের ৩ কিঃমিঃ রোড রেস। আগামী ২০ জানুয়ারী ২০২৪(শনিবার) সকাল ৬.৩০ টায় , স্থান: ১নং বিদ্যাসাগর এভিনিউ, দুর্গাপুর-৫। আয়োজক সংস্থার পক্ষ থেকে এদিন দুর্গাপুর ইস্পাত নগরীর ১, নম্বর বিদ্যাসাগর এভিনিউ ,সংস্থার কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আয়োজক সংস্থা সংস্থার কর্ণধাররা এদিন জানান, “কর্পোরেট পুঁজি আর সাম্প্রদায়িক শক্তি হাতে হাত মিলিয়ে শোষককে আবার দেশের শাসকের আসনে বসাতে শ্রমজীবী মানুষের মধ্যে বিভেদের বিষ ছড়াতে চায়। কঠিন দিন আগত। কিন্তু, শ্রমজীবী মানুষই তো পারে চ্যালেঞ্জ নিতে- যা তাঁরা আগেও নিয়েছেন সংকটকালে বারবার। প্রতিবাদে তাই আয়োজন ‘ঐক্যের দৌড়’-এর।” এই ‘ঐক্যের দৌড়’- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্গাপুরের দুই মহিলা ক্রীড়াবিদ শিল্পা বর্মন ও সমাপ্তি ঘোষ। সম্প্রতি আন্তর্জাতিক স্তরে কিক বক্সিংয়ে পদকজয়ী শিল্পা বর্মন এবং জাতীয় স্তরে হাই জাম্পে স্বর্ণপদক জয়ী সমাপ্তি ঘোষ এই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন।

মহিলা(মেয়ে)দের (৩ কি.মি.) সকাল ৮ টায় শুরু ২/১, তিলক রোড, দুর্গাপুর -৫ (HSEU-CITU/ASP ইউনিয়ন অফিস) থেকে।

পুরুষ(ছেলে)দের (১০ কি.মি.) সকাল ৯ টায় শুরু ১, বিদ্যাসাগর এভিন্যু, দুর্গাপুর -৫ (HSEU-CITU/DSP ইউনিয়ন অফিস) থেকে।

নগদ পুরস্কার,,,
পুরুষঃ-
১ম,,,,৫০০০ টা,
২য়,,,,৩০০০ টা,
৩য়,,,২০০০টা,
৪থ,,,১০০০ টা,
৫ম থেকে ১০ম,,, ৫০০টাকা

মহিলাঃ—
১ম ,,,৫০০০ টাকা,
২য়,,,৩০০০ টাকা,
৩য়,,,২০০০টাকা
৪থ,,,১০০০ টাকা
৫ ,,,১০ম ৫০০ টাকা

যে সকল প্রতিযোগী ও প্রতিযোগিনী দৌড় শেষ করবেন তাদের প্রত্যেকের জন্য স্মারক শংসা পত্র থাকবে। পুরুষদের ১৫ বছর থেকে ৪০ বছর পর্যন্ত এবং মহিলাদের ১৩ বছর থেকে ৪০ বছর পর্যন্ত আবেদন পত্র গ্রাহ্য করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments