শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- এবার জিআই স্বীকৃতি পেত চলেছে সিমলাপালের পুখুরিয়া গ্রামের কাঁসার বাটি। বাঁকুড়া জেলার দক্ষিনে সিমলাপাল ব্লকের বিক্রমপুর অঞ্চলের পুখুরিয়া গ্রাম গ্রামের বেশীরভাগ কর্মকার সম্প্রদায়ের বসবাস। আর কর্মকার থাকা মানেই কামারশালা, এখানের কামারশালাটা একটু অন্যরকম। এখানে রাং ও তামার মিশ্রনে কাঁসার বাটি তৈরি করা হয়। তাও আবার পিটিয়ে। ৮৫ টির এর মতো কামারশালা বা ইউনিট রয়েছে এই গ্রামে। এই জামবাটি ভারতের বাজারে সেরকমভাবে বিক্রি না হলেও বিদেশের বাজারে কদর রয়েছে। জানা যায় বিদেশে এই জামবাটি গুলি সাউন্ড থেরাপি চিকিৎসাতে কাজে লাগে তাই এর কদর অনেক বেশি। তাছাড়াও ঘর সাজানো কাজে ব্যবহার করা হয় এই কাঁসার বাটি। অস্ট্রেলিয়া, জার্মান, নেপাল, ফ্রান্স, ইতালি ইউরোপ কান্ট্রি গুলিতে এর কদর বেশি। এছাড়াও কলকাতা ও দিল্লিতে এর সাউন্ড থেরাপি শুরু হয়েছে বলেই জানা যায়।