মনোজ সিংহ, দুর্গাপুর :- ডিএভি মডেল স্কুল, দুর্গাপুরে ২৩ শে জানুয়ারি, ২০২৪ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রূপেশ কর (ইন্টারন্যাশনাল জাজ, ওয়ার্ল্ড আর্চারী বিভাগ, ট্রেজারার পশ্চিম বঙ্গ অলিম্পিক অ্যাসোসিয়েশন, সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল আর্চারী অ্যাসোসিয়েশন) । সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি সীমা দত্ত চ্যাটার্জী ( ইন্টারন্যাশনাল পাওয়ার লিফ্টার এবং গোল্ড মেডেলিস্ট)। এছাড়া উপস্থিত ছিলেন LMC সদস্য সুগন্ধা বোরার , শ্রী সঞ্জয় কুমার ঝা ( সিনিয়ার ডিজিএম কমার্শিয়াল নিউ মেটালিক্স লিমিটেড ) প্রমুখ। বিদ্যালয়ের অধ্যক্ষা পশ্চিমবঙ্গ ডি এ ভি সংস্থার আঞ্চলিক নির্দেশিকা পাপিয়া মুখার্জি চারাগাছ অর্পণ করে অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষা ও ডি এ ভির আঞ্চলিক অধিকর্তা পাপিয়া মুখার্জি বলেন, ২৩ শে জানুয়ারি একটি ঐতিহাসিক দিন। নেতাজির ১২৭ তম জন্মদিবস উপলক্ষে তাঁর জীবন আদর্শ স্মরণ করিয়ে তিনি বলেন যে জীবনে চলার পথে বাধা আসবেই। সেগুলিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। প্রত্যেকটি শিক্ষার্থীকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে। NEP ( জাতীয় শিক্ষানীতি) খেলাধুলা কে শিক্ষার পাশাপাশি তাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে বলছে। বর্তমানে পরীক্ষা পদ্ধতি, প্রশ্নোত্তর পদ্ধতি বদলাচ্ছে ক্রমশঃ। সুতরাং ছাত্র-ছাত্রীদেরও সেই মতো গড়ে উঠতে হবে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, শুধু লেখাপড়ার জন্য সন্তানদের ওপর চাপ না দিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। স্পোর্টস এই চ্যালেঞ্জ গ্রহণে সর্বদাই সাহায্য করে। প্রত্যেক অভিভাবকের উচিত তার সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করা। বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের জন্য ক্লাস এবং পরীক্ষার আলাদা বন্দোবস্ত করা হয়েছে। পড়াশুনার পাশাপাশি ডিএভি মডেল স্কুল খেলাধুলোতেও সমান গুরুত্ব দেয়। স্কুলের পাশাপাশি অভিভাবকদেরও শিক্ষার্থীদের উৎসাহিত করা উচিত বলে তিনি বলেন।
অতিথিগণ তাঁদের ভাষণে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।বিশিষ্ট অতিথি তাঁর ভাষণে বলেন নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের জন্য লড়াই করেছিলেন , বর্তমানে শিক্ষার্থীদের উচিত খেলাধুলার মাধ্যমে দেশকে গৌরবের সীমায় উত্তীর্ণ করা। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমবেত কুচকাওয়াজ, ড্রিল, ব্যায়াম ও যোগাসন পরিবেশন করে। প্রজ্জ্বলিত মশাল নিয়ে খেলোয়াড়রা মাঠ পরিক্রমা করে। এরপর প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন । এ ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার, ২০০ মিটার, হার্ডল রাশ, ট্রেজার হান্ট, শাটল্ রান, সহ জাম্পিং জ্যাক এণ্ড স্ট্যাক দ্য কোণ, ব্যালেন্স দ্য কোণ ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্যও প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এরপর ডিএভি ইনস্টিটিউশন, পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে জাতীয় স্তরে বিজয়ী স্পোর্টস তারকা (ডিএভি পশ্চিমবঙ্গ শাখার ছাত্র-ছাত্রী)দের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ও সম্মানীয় অতিথি ছাড়াও ডিএভি ইনস্টিটিউশন্স, পশ্চিমবঙ্গ শাখার বিভিন্ন স্কুলের অধ্যক্ষগণ, বিশিষ্ট স্পোর্টস ব্যক্তিত্ব কমলেন্দু মিশ্র, বিশিষ্ট বাস্তুকার রাতুল শর্মা প্রমুখ এই অনুষ্ঠানে যোগ দেন। এই উপলক্ষে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষা ও ডি এ ভি পশ্চিমবঙ্গ শাখার আঞ্চলিক অধিকর্তা পাপিয়া মুখার্জি বলেন প্রতিটি স্কুলের এই সাফল্য যেন আগামীতে বজায় থাকে। এরপর তিনি ক্রীড়া ক্ষেত্রে জাতীয় স্তরে বিভিন্ন স্কুলের সফলতার রিপোর্ট পেশ করেন। অতিথি গণ একে একে বিজয়ীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেন। সবশেষে জাতীয় সংগীতের মাধ্যমে প্রতিযোগিতার শুভ সমাপ্তি ঘটে।