eaibanglai
Homeএই বাংলায়২০২৪ এর লোকসভা নির্বাচন কি ১লা বৈশাখের পরের দিন ?

২০২৪ এর লোকসভা নির্বাচন কি ১লা বৈশাখের পরের দিন ?

মনোজ সিংহ, দুর্গাপুর :-গতকাল বিকেল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন সামাজিক মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট চিফ ইলেকশন অফিসার (সিওসি) এর লেখা একটি চিঠি ভাইরাল হয়েছে। উক্ত ওই চিঠিটিতে সমস্ত জেলা নির্বাচন আধিকারীকে ২০২৪ এর সাধারণ লোকসভা নির্বাচনের সম্ভাব্য তারিখ ১৬/৪/২০২৪ জানিয়ে, জরুরী পদক্ষেপ নিতে বলা হয়েছে। যদিও এই চিঠির কথা সরকারিভাবে সত্যতা যাচাই করা যায়নি। কিন্তু গত ১৯শে জানুয়ারি লেখা এই চিঠিটি ইতিমধ্যেই শিল্পাঞ্চলের বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে গত রাত থেকেই। শিল্পাঞ্চলের সব রাজনৈতিক দলগুলি আসন্ন লোকসভা নির্বাচন আগামী ১লা বৈশাখের পরের দিন ধরে নিয়েই কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। তবে সরকারিভাবে এখনো কোনো আধিকারিক এ বিষয়ে মুখ না খুললেও সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই আগামী ১লা বৈশাখের পরের দিন অর্থাৎ ১৬/৪/২০২৪ তারিখেই আগামী ২০২৪ এর সাধারণ লোকসভা নির্বাচন হতে চলেছে বলা বলে জোর প্রচার চলছে। সামাজিক মাধ্যম থেকে খবর পেয়ে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলগুলি শিল্পাঞ্চলের তাদের কর্মকাণ্ড বিস্তার করছে বলে জানা গেছে। তবে চ্যানেল এই বাংলায় এই চিঠির সত্যতা যাচাই করেনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments