এই বাংলায় ওয়েব ডেস্কঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে অবস্থিত সৃজনী প্রেক্ষাগৃহে গতকাল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট এর স্টেট কনভেনশন ২০২৪ অনুষ্ঠিত হলো। দুর্গাপুর শিল্পাঞ্চলের সৃজনী প্রেক্ষাগৃহে গত দুদিন ধরে এই রাজ্য সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট সংগঠনটি মূলত একটি শ্রমিক সংগঠনের অনুরূপ। সারা ভারতবর্ষে এই সংগঠনের সদস্যরা রয়েছেন। সংবাদ কর্মী ও সাংবাদিকদের অধিকার রক্ষার জন্যই এই সংগঠনের জন্ম বলে এদিন দাবি করেন সংগঠনের কর্মকর্তারা।
এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার মাননীয় জেলাশাসক, দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ এডমিনিস্ট্রেটর এর চেয়ারম্যান শ্রীমতি অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুর মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড হাসপাতালের আধিকারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।
এদিনের অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এদিন তার উদ্বোধনী ভাষণে সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য প্রশাসনের সদর্থক ভূমিকা নেওয়া উচিত বলে তিনি জানান। আগামী দিনে এই সংগঠনের কর্মকাণ্ড আরো সুদূর প্রসারিত হবে এই আশাও তিনি রাখেন। দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান শ্রীমতি অনিন্দিতা মুখার্জী বলেন তিনি আজকের এই অনুষ্ঠানে এসে অত্যন্ত আপ্লুত। দুর্গাপুর শিল্পাঞ্চলে ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্ট এর রাজ্য সম্মেলন হওয়ার ফলে তিনি গর্বিত। দুর্গাপুরে আগামী দিনেও যাতে এই সংগঠনের কাজকর্মে আরো সমৃদ্ধ হতে পারে সেই আশা রাখেন তিনি।
এদিনের এই অনুষ্ঠানে ডিজিটাল মিডিয়াতে উল্লেখযোগ্য অবদানের জন্য সাংবাদিক মনোজ সিংহ কে সম্বর্ধনা দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। দুর্গাপুরের বরিষ্ঠ ইংরেজি কাগজের সাংবাদিক কাঞ্চন সিদ্দিকীকেও এদিন সম্বর্ধনা দেওয়া হয় সংবাদপত্রে তার উল্লেখযোগ্য অবদানের জন্য। কেবিল টিভি নিউজ পরিবেশনে দুর্গাপুরের এক্সপ্রেস নিউজ চ্যানেলের কর্ণধার মদন সিং কে এদিন সম্বর্ধনা দেওয়া হয় তার উল্লেখযোগ্য অবদানের জন্য। সম্বর্ধনা গৃহীত সকল বিশিষ্ট সাংবাদিকগণ এদিন আগামী দিনে সাংবাদিকরা কিভাবে কর্ম ক্ষেত্রে শান্তিপূর্ণভাবে কাজকর্ম চালিয়ে যাবেন সে বিষয়ে আলোকপাত করেন ও তাদের মূল্যবান মতামত সকলের সাথে ভাগ করে নেন। এদিনের এই অনুষ্ঠানটি দুর্গাপুর শিল্পাঞ্চলে হওয়ার ফলে দুর্গাপুর শিল্পাঞ্চলে কর্মরত সকল সাংবাদিকদের মধ্যে এক আলাদা উদ্দীপনা লক্ষ্য করা গেছে।