eaibanglai
Homeএই বাংলায়এসবিএসটিসির ১৫ টি সিএনজি বাস ও দুটি টার্মিনাসের ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রীর

এসবিএসটিসির ১৫ টি সিএনজি বাস ও দুটি টার্মিনাসের ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রীর

সংবাদদাতা, দূর্গাপুরঃ- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বা এসবিএসটিসির নতুন ১৫ টি পরিবেশ বান্ধব সিএনজি বাস ভার্চুয়ালি উদ্বোধন করলেন। এই উপলক্ষে বুধবার বিকেলে দুর্গাপুর সিটি সেন্টার বাস টার্মিনাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, দুর্গাপুর পুরনিগমের প্রশাসক মন্ডলী চেয়ারপার্সেন বা পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সিইও আকাঙ্খা ভাস্কর, দূর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।

জেলাশাসক এস পোন্নাবলম বলেন, “এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে দূর্গাপুরে ভার্চুয়াল ১৫ নতুন সিএনজি বাস ও দক্ষিণবঙ্গে দুটি টার্মিনাসের উদ্বোধন করেছেন। এই প্রসঙ্গে এসবিএসটিসির চেয়ারম্যান বলেন, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গে দুটি নতুন বাস টার্মিনাস ও ১৫ টি আলাদা আলাদা রুটে ১৫ টি নতুন পরিবেশ বান্ধব বাসের উদ্বোধন করেছেন। মুলতঃ এইসব বাস গ্রামের সঙ্গে শহরের সংযোগ বাড়াবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার গ্রামের মানুষেরা যাতে বিভিন্ন কাজে শহরে আসতে পারেন, তারজন্য এই ভাবনা।” তিনি আরো বলেন, “দক্ষিণবঙ্গে আরো অনেক নতুন নতুন রুট বার করা হয়েছে। আগামী দিনে গুরুত্বের ভিত্তিতে আস্তে আস্তে এইসব রুটে সিএনজি বাস চালানো হবে। এসবিএসটিসি দক্ষিণবঙ্গের মানুষদের পরিসেবা দিতে সিএনজি প্রজেক্ট আনতে চলেছে। তারমধ্যে অন্যতম হলো টাউন সার্ভিস। কিছু দিনের মধ্যে আসানসোলের কালিপাহাড়ি বাস টার্মিনাস থেকে আসানসোল, দূর্গাপুর, রানিগঞ্জ ও বার্ণপুরের মধ্যে টাউন সার্ভিস বাস চালাবে।” এই মুহুর্তে এসবিএসটিসি কি লাভজনক অবস্থায় আছে, না ক্ষতিতে চলছে? এই প্রসঙ্গে সরাসরি কোন উত্তর না দিয়ে এসবিএসটিসি চেয়ারম্যান বলেন, “সংস্থা লাভের জন্য বাস চালায় না। আমাদের উদ্দেশ্য পরিসেবা দেওয়া। তাতে লাভ বা ক্ষতি যখন যেমন হতে পারে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments