eaibanglai
Homeএই বাংলায়বেতন বৃদ্ধির দাবিতে পিএইচই অফিসে ঠিকা কর্মীদের বিক্ষোভ

বেতন বৃদ্ধির দাবিতে পিএইচই অফিসে ঠিকা কর্মীদের বিক্ষোভ

সংবাদদাতা,আসানসোল:- অল বেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর্স ওয়ার্কার্স ইউনিয়নের ডাকে বুধবার সকাল থেকে আসানসোলের পিএইচই বা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অফিসে চুক্তি ভিত্তিক ঠিকা কর্মীদের বেতন বৃদ্ধি কার্যকর করা ও বকেয়া পরিশোধের দাবিতে ধর্ণা অবস্থানে বস বিক্ষোভ করা হয়। এদিন কাজ বন্ধ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই শতাধিক কর্মী পিএইচই অফিসে ধর্মঘট পালন করেন।

এই প্রসঙ্গে ইউনিয়ন নেত্রী বন্দনা রায় বলেন, যখন সরকারি কর্মচারীদের ডিএ বাড়ে, তখন পিএইচইতে কর্মরত ঠিকা বা কন্ট্রাক্টর্স কর্মীদের বেতন বৃদ্ধি পায়। ২০১৫ সাল থেকে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ডিএ অনুযায়ী ছিল। দীর্ঘ আন্দোলনের পর তা বাস্তবায়িত হয় আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। ২০২৩ সালে মার্চ মাসে সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়। তারপরে প্রতিদিন আমাদের ১৭ টাকা বেতন বাড়ানোর কথা। কিন্তু ১১ মাস পার হলেও বাড়েনি ঠিকা কর্মীদের বেতন। এখানকার ঠিকাদার ও অফিসের আধিকারিকরা বলছেন, তারা এ সংক্রান্ত কোন নির্দেশ পাননি। তিনি আরো বলেন, কর্মীদের বকেয়া বেতন না দেওয়া ও বেতন বৃদ্ধি না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই খবর লেখা পর্যন্ত পিএইচই অফিসে ইউনিয়নের আন্দোলন চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments