সংবাদদাতা, আসানসোল:- মাদলের ছন্দে,মেতে উঠুন আনন্দে। মাননীয়া মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের জয় জোহার মেলার আয়োজন করা হয় সালানপুর ব্লকের আল্লাডি ঈশ্বরচন্দ্র এম.এস.কে স্কুল প্রাঙ্গনে। যেখানে মেলায় ১২টি স্টল দ্বারা ৩রা মার্চ থেকে ৫ই মার্চ ২০২৪ পর্যন্ত আদিবাসী মেলা অনুষ্ঠিত করা হবে। তাছাড়া আদিবাসী মানুষদের নিজস্ব নৃত্য পরিবেশন,গান, শিল্প সংস্কৃতির প্রচার প্রসার ও প্রদর্শন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা হবে মেলার মধ্য দিয়ে। ৩রা মার্চ রবিবার সালানপুর ব্লকের আল্লাডি ঈশ্বরচন্দ্র এম.এস. কে স্কুল প্রাঙ্গনে ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন বরাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মহানাগরিক বিধান উপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিএম বিশ্বজিৎ ভট্টাচার্য সহ সালানপুর ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহাম্মদ আরমান,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র ও সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, রূপনারায়ানপুর ফাঁড়ির আধিকারিক নাসরিন সুলতানা,কল্যাণেশ্বরী ফাঁড়ির আধিকারিক উজ্জ্বল সাহা এবং ব্লকের সমস্ত পঞ্চায়েত প্রধান,উপপ্রধান সহ আরো অনেকে।