eaibanglai
Homeএই বাংলায়মানবী দিদি আমার প্রাণ, তাই 'টোজো' আমার নাম

মানবী দিদি আমার প্রাণ, তাই ‘টোজো’ আমার নাম

মনোজ সিংহ, দুর্গাপুরঃ- আমার নাম ‘টোজো’। হয়তো আমাকে কারো মনে নেই। আমি যে আছি এই পাড়াতেই । এই পাড়াতেই জন্ম আমার, হয়তো এই পাড়াতেই মৃত্যু আমার। মানবী দিদি আমার প্রাণ, তাইতো তার হৃদয়ে ও বাড়িতে আমার স্থান।

দুর্গাপুর শিল্পাঞ্চলের ইস্পাত নগরীর বি-জোন, এলাকার ডেভিড হেয়ার সংলগ্ন কালী বাড়ির সামনে হঠাৎ দেখা গেল তো ‘টোজো’কে। ‘ইম্প্রভাইজড পেটস বডি হুইল জ্যাকেট’ পরে ‘টোজো’ তার রাত্রিকালীন পরিভ্রমণে বেরিয়েছে তার আদরের মানবী দিদির সাথে। (মানবী দিদি নিজের পরিচয় গোপন রাখার অনুরোধ করেন লেখককে, তাই তার নামটি উল্লেখ করলাম না ,কারণ তিনি প্রচার বিমুখ।)

বছর আটেক আগে শীত পড়তে শুরু করা এক সকালে জন্ম হয় ‘টোজো’র ডেভিড হেয়ার রোড়ের ফুটপাতে। ‘টোজো’র মা , বাবা ও তার দুই বোনকে নিয়ে সুখে স্বাচ্ছন্দে ডেভিড হেয়ার এলাকার মানুষের উৎকৃষ্ট খেয়ে জীবনযাপন করছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে একদিন স্কুল ফেরত এক পুলকারের সজর ধাক্কায় কোমর থেকে পেছন দিকের অংশটি সম্পূর্ণ ভেঙে যায় ‘টোজো’র। যন্ত্রণায় ছটফট করতে থাকা ছোট্ট ‘টোজো’কে রাস্তা দিয়ে যাওয়ার সময় ডেভিড হেয়ারের বাসিন্দা মানবী দিদি তাকে কোলে তুলে নিয়ে যান বাড়িতে। শুরু হয় তার সেবা, চিকিৎসা ও বিশেষ খাবার-দাবারের ব্যবস্থা। মানবী দিদির বাড়ির সকল সদস্য ‘টোজো’কে নিজেদের সেবা, প্রেম-ভালবাসা ও সুস্বাস্থ্য দিয়ে আবার সুস্থ ও সবল করে তোলে।

কিন্তু দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত শরীরের পেছনের অংশটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে হাঁটা চলা বন্ধ হয়ে যায় ‘টোজো’র। মানবী দিদি ও তার পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি, বেসরকারি পশু চিকিৎসালয় ও হাসপাতালে নিয়ে যান। অবশেষে মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল থেকে একটি ‘ইম্প্রভাইজড পেটস বডি হুইল জ্যাকেট’ আনান। জ্যাকেট পরে আবার ঘরের চৌকাঠ থেকে বেরিয়ে ‘টোজো’ নতুন করে পৃথিবীটা দেখতে শুরু করেছে তার মানবী দিদির দয়ায়। যদিও ডেভিড হেয়ার এলাকার ‘টোজো’র বাকি বন্ধুবান্ধবরা তার সাথে সম্পর্ক ছেদ করে দিয়েছে। এখন আর তারা’টোজো’কে নিজেদেরই একজন মানতে অস্বীকার করে। তাই যখনই ‘টোজো’ বাইরে বেরোয় তখনই এলাকার সকল তার বন্ধু-বান্ধবরা তার ওপর আজও রাগে চিৎকার করে বিরোধ জানাই। হতভাগ্য ‘টোজো’র এখন আর সেই ক্ষমতা নেই তার পুরনো বন্ধুদের সাথে দিন যাপন করবে। ‘টোজো’র এখন মানবী দিদি ভরসা। খাওয়া-দাওয়া, থাকা থেকে তার ছোট ছোট বায়না সবই নিমিষে মিটে যায় তার মানবী দিদির ভালোবাসায়।

ভাবতেও অবাক লাগে আজও আমাদের মধ্যে এমন মানুষ আছেন যারা আমাদের চারপাশে যেসব প্রাণীদের সাথে আমরা সহ অবস্থান করি, তাদের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও উপযুক্ত সম্মান দেন। ‘চ্যানেল এই বাংলায়’র সকল কর্মীবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত নগরীর বি- জোনের ডেভিড হেয়ারের মানবী দিদিকে সেলাম জানায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments