এই বাংলায় ওয়েব ডেস্ক:- দুর্গাপুরের সুপরিচিত বাচিক শিল্প সংস্থা স্বরবাক এর ৪র্থ বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হল ৯ই মার্চ সন্ধ্যায়, ইস্পাতনগরীর দেশবন্ধু ভবন প্রেক্ষাগৃহে। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নরেন্দ্রনাথ দত্ত(তথ্য ও সংস্কৃতি বিভাগীয় আধিকারিক-আসানসোল মহকুমা), ডঃ রুনু মুখোপাধ্যায়(সভাপতি,স্বরবাক) প্রমুখ বিশিষ্টজনেরা। অনুষ্ঠান শুরু হয় স্বরবাকের শিক্ষার্থীদের সমবেত রবীন্দ্র কবিতা আবৃত্তির মধ্য দিয়ে।
স্বরবাক নিবেদিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তাসের ঘর গল্প অবলম্বনে শৈল’র বাড়ি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস কবিতা অবলম্বনে সাগর থেকে ফেরা কথানাটক, নাট্যরূপ এবং নির্দেশনা, বিপ্লব মুখার্জী, ছাড়াও দুর্গাপুর রম্যবীণার সমবেত সঙ্গীত, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঋতুকণা ভৌমিকের রবীন্দ্র গান এবং দুর্গাপুর শ্রুতিরঙ্গম, ছন্দনীড় সংস্থার বাচিক উপস্থাপনা ছাড়াও কবিতার নৃত্যরূপ পরিবেশন করেন নৃত্যশিল্পী দেবায়ণা ও বাচিক শিল্পী অদ্রিজা। ইতিপূর্বে আয়োজিত সংস্থা পরিচালিত আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী ও সংস্থাগুলিকে সম্বর্ধিত করা হয়। অনুষ্ঠান শেষ হয় অম্বিকা ভাণ্ডারী পরিচালিত আরাধনা ড্যান্স একাডেমীর রবীন্দ্রনৃত্য পরিবেশনের মাধ্যমে।