eaibanglai
Homeএই বাংলায়ডিএসপি টাউনশিপে পণ্যবাহী ও ভারী যানবাহন নিষিদ্ধ, বিজ্ঞপ্তি জারি

ডিএসপি টাউনশিপে পণ্যবাহী ও ভারী যানবাহন নিষিদ্ধ, বিজ্ঞপ্তি জারি

মনোজ সিংহ, দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাত কারখানার নিজস্ব মালিকাধীন সম্পত্তির রক্ষার জন্য বাইরের জনসাধারণের পণ্যবাহী ও ভারী যানবাহন নিষিদ্ধ করল ডিএসপি টাউনশিপ এর ভেতরে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তাদের রেজিস্টার্ড অফিস ইস্পাত ভবন নয়া দিল্লি থেকে এক বিজ্ঞপ্তি জারি করে সকল জনসাধারণকে এ বিষয়ে অবগত করেছেন।

এই বিজ্ঞপ্তিটিতে পরিষ্কারভাবে লেখা রয়েছে ইস্পাত কর্তৃপক্ষের নিজস্ব টাউনশিপে এবার থেকে কোনরকম পণ্যবাহী ভারি যানবাহন, নির্মাণ সরঞ্জাম, আর্থ মুভিং ইকুইপমেন্ট সহ ১২ টনের ওপর যেকোনো যানবাহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানার নিজস্ব রাস্তা লিংক রোড বা বিধান সরণীর ওপর দিয়ে যে সকল যানবাহন পার্শ্ববর্তী শিল্প ও কারখানা গুলিতে যাওয়া-আসা করছে তা সম্পূর্ণভাবে বেআইনি। ইস্পাত কর্তৃপক্ষের এই রাস্তাগুলিকে রক্ষণাবেক্ষণের জন্য বহু টাকা খরচ করতে হয়। তার জন্য সরকারের রোড ট্যাক্সের কোন অংশই সংগ্রহ করা হয় না বা ইস্পাত কর্তৃপক্ষ পায় না। তাই ডিএসপি টাউনশিপের ভেতরে থাকা সকল রাস্তার ওপরেই এই নিষেধাজ্ঞা জারি করা হলো।

জনগণের প্রতি দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ডিএসপি নিজের সম্পত্তির অন্তর্গত থাকা সব রাস্তাগুলিতে ভারী পণ্যবাহী যানবাহন এবং নির্মাণ সামগ্রী বহনকারি যানবাহন চলাচলের ফলে ঘনঘন রক্ষণাবেক্ষণ ও পুননির্মাণের জন্য প্রচুর আর্থিক ক্ষতি হচ্ছে। সাথে সাথে ডিএসপি টাউনশিপে বাড়ছে বায়ু ও শব্দ দূষণ। সেই উদ্দেশ্যে ইস্পাত কতৃপক্ষ তার নিজস্ব সমস্ত রাস্তার এন্ট্রি পয়েন্টগুলিতে সতর্কীকরণ চিহ্ন দিয়ে দিয়েছে ইতিমধ্যেই। কিন্তু তাও বেশ কিছু ভারী পণ্যবাহী যান ও নির্মাণ সরঞ্জাম বহনকারি যানবাহন নিয়ে বেআইনিভাবে অনুপ্রবেশ করছেন বেশ কিছু জনসাধারণ। ইস্পাত কর্তৃপক্ষের কাছ থেকে কোন রূপ বৈধ অনুমতি ছাড়াই চলছে এই অবৈধ অনুপ্রবেশ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ এও বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ইস্পাত কতৃপক্ষের পূর্ব লিখিত অনুমতি ছাড়া কোন ভারী পণ্যবাহী যানবাহন, নির্মাণ সামগ্রী বহনকারী ও তথা নির্মাণ সরঞ্জামের হেভি আর্থ মুভিং ইকুইপমেন্ট ডিএসপি টাউনশিপের ভেতর প্রবেশ করলে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। সুদু তাই নায়, সমস্ত সংশ্লিষ্ট বা জড়িতদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি অনুপ্রবেশ আইন ও দুষকর্ম করা সহ একাধিক আইনে অপরাধী গণ্য করা হবে। তাছাড়াও ক্ষতিপূরণ হিসেবে উদ্ধার করার জন্য প্রতিটি বিনা অনুমতিতে ডিএসপি টাউনসিপের ভেতরে প্রবেশ করা পণ্যবাহী যান ও ভার নির্মাণ সামগ্রী তথা আর্থ মুভিং ইকুইপমেন্ট নিজেদের হেফাজতে নিয়ে নেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে এই বিজ্ঞপ্তি শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ার সাথে সাথেই আতঙ্কের সৃষ্টি হয়েছে ইস্পাত টাউনশিপের ভেতর দিয়ে যাওয়া-আসা করা পার্শ্ববর্তী কারখানাগুলির যানবাহন মালিকদের মধ্যে। এখন থেকে যদি দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ ইস্পাত টাউনশিপের ভেতর এই বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ করে, তাহলে ইস্পাত টাউনশিপের পার্শ্ববর্তী কারখানা গুলিতে যেতে এক একটি পণ্যবাহী গাড়িকে প্রায় কুড়ি কিলোমিটার অতিরিক্ত ঘুরে প্রবেশ করতে হবে। এই আদেশ পাওয়ার সাথে সাথেই মাথায় হাত পণ্যবাহী গাড়ির মালিকদের।

এ বিষয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার মুখ্য জনসংযোগ আধিকারিক বেদ বন্ধু রায় জানান, “ইতিমধ্যেই ইস্পাত কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি নামকরা দৈনিক সংবাদপত্রে এই বিজ্ঞপ্তির প্রতিলিপি প্রচারের জন্য দিয়েছেন। আবারো এই বিজ্ঞপ্তি জনসাধারণের উদ্দেশ্যে অবগত করার জন্য বিভিন্ন সংবাদ পত্রে প্রকাশিত হবে।” তিনি আক্ষেপের সুরে বলেন, “বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেও এখনো ইস্পাত টাউনশিপের ভেতর দিয়ে ভারী যানবাহন চলাচল করছে বলে তাদের কাছে খবর আছে। এবার থেকে ভারতীয় ফৌজদারি দন্ডবিধি অনুযায়ী যাতে অবৈধভাবে অনুপ্রবেশ ও দুষকর্ম আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যায় তার ব্যবস্থা করা হবে খুব শিগ্রই। দুর্গাপুর ইস্পাত কারখানার একাধিক কর্মী এই ভারী যানবাহন ইস্পাত টাউনশিপের ভেতর চলাচলের ফলে দুর্ঘটনা গ্রস্ত হচ্ছেন ও প্রানও গেছে একাধিক কর্মীর। তাই এবার কড়া হাতে এই বিষয়ে মোকাবেলা করার জন্য ইস্পাত প্রশাসন প্রস্তুত।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments