eaibanglai
Homeএই বাংলায়ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন- বাঁকুড়া জেলার কৃতিদের সম্বর্ধনা

ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন- বাঁকুড়া জেলার কৃতিদের সম্বর্ধনা

সৌমী মন্ডল, বাঁকুড়া:- গত কয়েকবছরের মত এবছরও বাঁকুড়া জেলার ১৪ টি ব্লকের ৬৫ টি পরীক্ষাকেন্দ্রে কুড়ি সহস্রাধিক ছাত্রছাত্রী ‘কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন’-এ অংশগ্রহণ করে। গত ১৭ ই মার্চ বাঁকুড়া মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাংলা ও ইংরেজী মাধ্যমের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধকারী ১৭২ জন কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র, মেডেল, স্মারক, বই , নগদ অর্থ সহ বিভিন্ন উপহার।

প্রসঙ্গত বাঁকুড়ার এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবী লায়ন্স ক্লাব অফ জঙ্গলমহল এবং কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন-২০২৪ এর বাঁকুড়া জেলা কো-অর্ডিনেটর রাধামাধব মুখার্জ্জী। জানা যাচ্ছে এই সংস্থা ২০২৪-এর পরীক্ষায় যেসব পরীক্ষার্থী ৯০ শতাংশ বা তার বেশি নম্বার পাবে তাদের এক বছর ধরে মাসিক এক হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপিকা বসুমিত্রা সিংহ পান্ডে, এআই সঞ্জীব দাস চক্রবর্তী, জেলা চেম্বার অফ কমার্স- এর সম্পাদক মধুসূদন দরিপা, পুরসভার কাউন্সিলর তথা বিশিষ্ট শিক্ষক তাপস ব্যানার্জী, জাতীয় শিক্ষক বুদ্ধদেব দত্ত, শিক্ষারত্ন শিক্ষক সাধন মন্ডল, অধ্যাপক অমলেন্দু মন্ডল, কৃষ্ণা মুখার্জ্জী, জাতীয় শিক্ষক অম্বুজ দাস, বিশিষ্ট শিক্ষক রক্তিম মুখার্জী, চঞ্চল নাথ, সুদীপ্ত দত্ত সহ জেলার বিভিন্ন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক, উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং মিশন গার্লস বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চ্যাটার্জী, বিপ্লব পতি, রঞ্জিত রায়, অন্তরা পাত্র, বিধান গরাই , কৃপা সিন্ধু মন্ডল, শিক্ষিকা অন্তরা পাত্র সহ ব্লকের আহ্বায়করা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অধ্যাপিকা বসুমিত্রা সিংহ বলেন – আমরা শিশুদের শিক্ষাদান করলেও প্রকৃত মানুষ করে তুলতে পারছি না। শিক্ষা দানের সাথে সাথে তাদের সামাজিক বোধ জাগ্রত করা সবচেয়ে বড় প্রয়োজন। অন্যান্য বক্তারাও প্রকৃত শিক্ষার উপর জোর দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments