সংবাদদাতা, আসানসোল:- আসানসোল আদালতের আইনজীবীরা দীর্ঘদিন ধরে ফ্যামিলি কোর্ট অর্থাৎ পারিবারিক আদালতের ইস্যুতে আন্দোলন করে আসছেন। সোমবার এই ইস্যুতে আসানসোল আদালতের আইনজীবীরা আদালত চত্বরের কাছে বিক্ষোভ দেখান। পরে তারা ধর্নায় বসেন আদালত সংলগ্ন ঘড়ির সামনে গান্ধী মূর্তির পাদদেশে ।আসানসোল আদালতের সমস্ত আইনজীবী এখানে উপস্থিত ছিলেন। যারা এই ইস্যুতে প্রতিবাদকে সমর্থন করছেন। উপস্থিত ছিলেন আসানসোল ডিস্ট্রিক্ট কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেশ তিওয়ারি। তিনি বলেন, আসানসোল আদালতের আইনজীবীরা দীর্ঘদিন ধরে পারিবারিক আদালতের ইস্যুতে আন্দোলন করে আসছেন।তিনি বলেন, যদি একই আদালতে ৩০ হাজার মামলা নিষ্পত্তি করতে দেওয়া হয়, তাহলে অনেকে সমস্যায় পড়বে। আসানসোল আদালতে একটি মামলার তারিখ আসতে বেশ কয়েক মাস সময় লাগবে। আইনজীবীদের দাবি, যে আদালতে যে মামলাগুলি ছিল সেগুলিকে ওই আদালতে ফেরত পাঠানো হোক। তিনি আরো বলেন, আসানসোল আদালতের আইনজীবীরা এই ব্যাপারে জেলা জজ, জোনাল জজ এবং হাইকোর্টের বিচারপতির সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনো ইতিবাচক উত্তর নেই। যে কারণে আইনজীবীরা এদিন প্রতিবাদ করে ধর্ণায় বসেন।
এদিকে বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বাণী কুমার মন্ডল স্পষ্ট করে বলেন, ফ্যামিলি কোর্টের কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ন্যায়বিচারের সন্ধানে থাকা সাধারণ মানুষের ওপর।একটি মামলার শুনানিতে এত বিলম্ব হবে যে মানুষ বিরক্ত হবে। তিনি বলেন, তাদের দাবি পূরণ না হলে। তাহলে তারা এভাবেই প্রতিবাদে বসে থাকবেন। প্রসঙ্গতঃ,গত মার্চ মাস থেকে আইনজীবীরা কর্মবিরতি পালন করছেন।