eaibanglai
Homeএই বাংলায়দিলীপ ঘোষকে 'গো- ব্যাক' ও 'জয় বাংলা' স্লোগান দুর্গাপুরে

দিলীপ ঘোষকে ‘গো- ব্যাক’ ও ‘জয় বাংলা’ স্লোগান দুর্গাপুরে

এই বাংলায় ওয়েব ডেস্কঃ- পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে সোমবার সাতসকালে উত্তেজনা। এদিন সেখানে ” চায়ে পে চর্চা ” কর্মসূচিতে যোগদান করেন বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন দলের বিধায়ক লক্ষণ ঘোড়ুই। হঠাৎই সেই সময় বেশ কিছু মহিলা এসে, দিলীপ ঘোষ দূর হাটো বলে ” গো ব্যাক ও জয় বাংলা ” স্লোগান দিতে থাকেন। মূহুর্তের মধ্যে বিজেপি’র এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দিলীপ ঘোষ ও বিজেপি’র নেতা ও কর্মীরা পাল্টা “পিসি – ভাইপো চোর, তৃণমূল চোর ” স্লোগান দিতে থাকেন। দুই দলের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দুর্গাপুর ও নিউ টাউনশিপ থানার পুলিশ আসে। পুলিসকে ঘিরেও বিক্ষোভ চলতে থাকে। বেশ কিছুক্ষনের চেষ্টায় পুলিশ দু’পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেয়। ‘গো- ব্যাক’ স্লোগান দেওয়া মহিলাদের দাবি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার কথা বলতে এসেছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ সেই সব কথা শোনেনি। তিনি মহিলাদের অসম্মান করেছে বলে অভিযোগ।

এদিকে দিলীপ ঘোষের পাল্টা দাবি, তৃণমূল কংগ্রেসের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। তাই তৃণমূল কংগ্রেসের কিছু মহিলা সেই জন্য এসেছিলো ঝামেলা করতে। আমরা তার জবাব দিয়েছি।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রয়োজনে কেন্দ্র সরকার বাংলায় সার্জিক্যাল স্ট্রাইক করবে। যেমনটা হয়েছিলো বালাকোট ও পুলওয়ামায়। তার হুঁশিয়ারী, চুরি ও দূর্নীতি করলে কেউ ছাড় পাবেননা। ইডি ও সিবিআই যখন তখন তাদের বাড়িতে যাবে। রাজ্যের শাসক দল কেন্দ্রীয় এজেন্সিকে সামনে রেখে বিজেপি বাংলায় লোকসভা নির্বাচনের বৈতরণি পার করার চেষ্টা করছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের পাল্টা জবাব, আমরা তো এই এজেন্সি বা সিন্ডিকেট দেখাইনি। এটা তো দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। চুরি করলে, মাটির তলা থেকেও তাকে খুঁজে বার করবে কেন্দ্রীয় এজেন্সি।

গত ১০ বছরে কেন্দ্রীয় সরকার আসানসোল দূর্গাপুর শিল্পাঞ্চলে অনেক কারখানা বন্ধ করে দিয়েছে বা বন্ধ হয়ে যাওয়া কারখানা খুলতে পারেনি। এই প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নে এই বিজেপি নেতাকে বেশ বিড়ম্বনায় পড়তে হয়। খানিকটা হলেও নিজের দলকে বাঁচাতে রাজ্যের শাসক দল ও বাম জমানার প্রসঙ্গ টেনে বলেন, বিজেপির একটা নিজস্ব পলিসি আছে। কেন্দ্র সরকার চায়না, সাধারণ মানুষের করের টাকায় রুগ্ন কলকারখানা চলুক। তারা বিকল্প পথ খুঁজছে। তার প্রশ্ন, ১২ বছরে তৃনমুল কংগ্রেসের সরকার বাংলায় কি করেছে? আর যারা ঝান্ডাবাজী করে এই এলাকায় কলকারখানা বন্ধ করেছিলো, তারা বড় বড় কথা বলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments